কলকাতা: ইতিমধ্যেই মুক্তি পাওয়া এক একটি গান সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। আর আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান 'কী মায়ায়'। অনুপম রায়ের সুর ও কথায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'কী মায়ায়' গানের সুরে মিশে রয়েছে কোমলতা আর মায়া। এই গানের চিত্রায়ণে দেখানো হয়েছে গোটা পরিবারের মধ্যে মধুর সম্পর্কের গল্প। আর গোটা গানটাতেই ঘিরে রয়েছে পুজোর আমেজ। আরতি থেকে আলপনা, সবই রয়েছে গানের চিত্রায়ণে।
'কী মায়ায়' গানটা জৌনপুরী রাগের ওপর। ছবির পরিচালক শিবপ্রসাদ বলছেন, 'অনুপম রায় সাধারণত এমন রাগাশ্রয়ী গান তৈরি করেন না। অনেকদিন পরে জৌনপুরী রাগের ওপর একটা কাজ হল। এই গান শ্রেয়া ঘোষালের সঙ্গে উইন্ডোজের চতুর্থ গান। প্রথম গান প্রাক্তনের 'কলকাতা কলকাতা', দ্বিতীয় 'গোত্র'-র 'নীল দিগন্তে' ও 'বৈষ্ণব যে জন'। চতুর্থ গান এই 'কী মায়ায়'। আগের সবকটা গানই দর্শকদের মন কেড়েছে। আশা করি 'কী মায়ায়'-এর সময়েও তার অন্যথা হবে না।'
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'বেলাশুরু'-র প্রথম গান 'সোহাগে আদরে'। এরপর মুক্তি পেয়েছে 'টাপা টিনি'। এই গানের ছন্দকে উপেক্ষা করতে পারেনি প্রায় গোটা বাংলা। সোশ্যাল মিডিয়া পা মিলিয়ে 'টাপা টিনি'-র তালে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই মেতেছেন ছন্দে। গানের সাফল্য শ্যুটিংয়ের দিনের কথা মনে করিয়ে যেন পরিচালক শিবপ্রসাদকে। বলছেন, 'সোনাঝুরি বনের ভিতরে টাপা টিনি-র শ্যুটিংয়ের দিনটা এখনও মনে আছে। আমরা বলেছিলাম, কোনও স্টেপ থাকবে না নাচের। শ্যুটিংয়ের দিন দেখছি গোটা ইউনিট কার্যত নাচছে। যে যার সঙ্গে খুশি.. কোনও নিয়ম নেই। যা মনে আসছে সেভাবেই নাচ করছে সবাই। সেই সময়েই মনে হয়েছিল, এই গানটার মধ্যে কিছু একটা ম্যাজিক আছে যাতে চুপ করে বসে থাকা যায় না। আর এখন সেই 'টাপা টিনি'-র তালে তো গোটা বাংলা নাচ করছে।'