নয়াদিল্লি: পুলওয়ামা সন্ত্রাসের পাল্টা ভারতীয় বায়ুসেনার পাকিস্তানি জঙ্গি ঘাঁটিতে বিমান আক্রমণ নিয়ে সন্দেহ, সংশয় প্রকাশ করে ট্যুইট দিগ্বিজয় সিংহের। পাল্টা রাজীব গাঁধীর হত্যাকাণ্ড নিয়ে তাঁকে কটাক্ষ ভি কে সিংহের।




ট্যুইটে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-ই-মহম্মদের আত্মঘাতী হামলাকে ‘দুর্ঘটনা’ বলায় কংগ্রেসের শীর্ষ নেতাদের অন্যতম দিগ্বিজয়কে নিশানা করেছেন বিদেশ প্রতিমন্ত্রী। পাকিস্তানের বালাকোটে জইশের ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনার হামলা নিয়ে বিদেশি মিডিয়ায় যা বেরিয়েছে, তা মিথ্যা কিনা, তাও কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়ে দিগ্বিজয় ট্যুইট করেছেন, পুলওয়ামা সন্ত্রাসের পর আমাদের বায়ুসেনার বিমান আক্রমণ সম্পর্কে সংশয় প্রকাশ করা হয়েছে বিদেশি মিডিয়ার একাংশে। এতে ভারত সরকারের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়েছে। আরও লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সরকারেরই কিছু মন্ত্রী বলছেন, বায়ুসেনার হামলায় ৩০০ সন্ত্রাসবাদী খতম হয়েছে, আবার বিজেপি সভাপতি ২৫০ জঙ্গির মৃত্যুর কথা বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলছেন, ৪০০ জঙ্গি নিহত হয়েছে। আবার আপনার মন্ত্রী এস এস অহলুওয়ালিয়া বলেছেন, কেউ মারা যায়নি। আর আপনি এ ব্যাপারে নীরব। কে তবে মিথ্যা বলছেন, দেশবাসী জানতে চান।



পাল্টা তাঁকে প্রশ্ন ছুঁড়ে ট্যুইট করেছেন ভি কে সিংহ। লিখেছেন, প্রাপ্য সম্মান দিয়েই দিগ্বিজয় সিংহজিকে জিজ্ঞাসা করতে চাই, রাজীব গাঁধীর হত্যাকাণ্ডও কি তবে দুর্ঘটনা ছিল না কি সন্ত্রাস!



গতকাল কংগ্রেসের আরেক শীর্ষ নেতা কপিল সিব্বল বালাকোটে জইশের ঘাঁটিতে বায়ুসেনার অভিযান নিয়ে মোদি সরকারকে কোণঠাসা করার চেষ্টায় ট্যুইট করেন, মোদিজি, বিদেশি মিডিয়াগুলি বালাকোটে সন্ত্রাসবাদীদের ক্ষয়ক্ষতি হওয়ার কোনও প্রমাণের উল্লেখ করেনি। আপনি সন্ত্রাসের রাজনীতিকরণ করছেন। কয়েকটি বিদেশি মিডিয়া ভারতীয় যুদ্ধবিমানগুলি বালাকোটে টার্গেটে আঘাত করতে পারেনি বলে যে খবর দিয়েছে, সেদিকে ইঙ্গিত করেন সিব্বল। ভারতীয় বায়ুসেনা ও মোদি সরকারের দাবি, ২৬ ফেব্রুয়ারি বায়ুসেনার বিমান থেকে বোমা ফেলে বালাকোটে জয়েশের ক্যাম্প গুঁড়িয়ে দিয়ে তাদের ভারতে ফের হামলার ছক বানচাল করে দেওয়া হয়েছে।
তবে সিব্বলের অভিযোগের মুখে পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠোর ট্যুইট করেন, কপিল সিব্বলজী, আমাদের নিজস্ব গোয়েন্দা এজেন্সিগুলির চেয়ে আপনি ভরসা বেশি বিদেশি মিডিয়ার ওপর? মনে হয়, মিডিয়া যখন বলে, হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তখন আপনি খুশি হন! আর আপনি তো ইভিএমের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে লন্ডন গিয়েছিলেন। তাহলে কী হয়েছে জানতে এবার বালাকোটে যাবেন?
বায়ুসেনার বিমান হামলায় মৃতের নানারকম সংখ্যা নিয়ে মোদি সরকারকে কাঠগড়ায় তুলেছেন কংগ্রেস নেতা পি চিদম্বরম, বহুজন সমাজ পার্টি নেত্রী মায়াবতীও। চিদম্বরমের প্রশ্ন, ভারতীয় বায়ুসেনার ভাইস এয়ার মার্শাল মৃতের সংখ্যা নিয়ে মুখ খুলতে চাননি। বিদেশমন্ত্রকের বিবৃতিতে কোনও সামরিক বা অসামরিক লোকজনের মৃত্যুর কথা বলা হয়নি। তাহলে কী করে বলা হচ্ছে, ৩০০-৩৫০ জন নিহত হয়েছে।