তিনি লিখেছেন, 'কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলির উপর বহু পরিবারের রোজগার নির্ভর করে। মাননীয় প্রকাশ জাভড়েকরকে আবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।”
জুলাই মাসের শেষে জল্পনা তৈরি হয়, আনলক ফোরে সিনেমা হল খুলতে পারে। তবে রেল-মেট্রো চালু হওয়ার কথা হলেও সিনেমা হল খোলার কোনও আশা দেখা যাচ্ছে না। জুলাই মাসে কেন্দ্রের কাছে সুরক্ষাবিধি নিয়ে একগুচ্ছ প্রস্তাবও দিয়েছিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কিন্তু সব জল্পনার পরও এই নিয়ে একটিও কথা বলা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
মার্চের শেষ থেকে বন্ধ সিনেমা হল। মাসের পর মাস কাজ নেই বহু মানুষের। অর্থাভাবে ভুগছেন হলের কর্মচারীরা। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা রিলিজ হচ্ছে একের পর এক। এই পরিস্থিতিতে সিনেমা হল না খুললে, ইন্ডাস্ট্রির একটা বড় অংশ ক্ষতির শিকার হবে। এই সম্ভাবনা থেকেই সরকারকে আর্জি জানিয়েছেন দেব।