তিনি লিখেছেন, 'কেন্দ্র সরকারের কাছে সিনেমা হলগুলি খোলার আবেদন জানাচ্ছি। সিনেমা হলগুলির উপর বহু পরিবারের রোজগার নির্ভর করে। মাননীয় প্রকাশ জাভড়েকরকে আবার বিষয়টি ভেবে দেখার অনুরোধ করছি।” জুলাই মাসের শেষে জল্পনা তৈরি হয়, আনলক ফোরে সিনেমা হল খুলতে পারে। তবে রেল-মেট্রো চালু হওয়ার কথা হলেও সিনেমা হল খোলার কোনও আশা দেখা যাচ্ছে না। জুলাই মাসে কেন্দ্রের কাছে সুরক্ষাবিধি নিয়ে একগুচ্ছ প্রস্তাবও দিয়েছিল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। কিন্তু সব জল্পনার পরও এই নিয়ে একটিও কথা বলা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। মার্চের শেষ থেকে বন্ধ সিনেমা হল। মাসের পর মাস কাজ নেই বহু মানুষের। অর্থাভাবে ভুগছেন হলের কর্মচারীরা। ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা রিলিজ হচ্ছে একের পর এক। এই পরিস্থিতিতে সিনেমা হল না খুললে, ইন্ডাস্ট্রির একটা বড় অংশ ক্ষতির শিকার হবে। এই সম্ভাবনা থেকেই সরকারকে আর্জি জানিয়েছেন দেব। 'হল খুলুন, সিনেমাকে বাঁচান!', কেন্দ্রকে আর্জি জানালেন দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Aug 2020 12:51 PM (IST)
কী হবে ভবিষ্যৎ? আনলক ফোরের গাইডলাইনেও দিশা নেই কোনও। এমন পরিস্থিতিতে হলমালিক ও তার সঙ্গে যুক্ত মানুষদের হয়ে সরকারের কাছে আবেদন করলেন অভিনেতা-সাংসদ দেব।
ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম
কলকাতা: করোনা আবহে সঙ্কটে সিনেমাহলগুলি। দিনের পর দিন ক্ষতির শিকার হল মালিকরা। অকূল পাথারে সিনেমা হলের কর্মীরা ও এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের রোজগার। এখনও পর্যন্ত সিনেমা হল খোলার তেমন সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। কী হবে ভবিষ্যৎ? আনলক ফোরের গাইডলাইনেও দিশা নেই কোনও। এমন পরিস্থিতিতে হলমালিক ও তার সঙ্গে যুক্ত মানুষদের হয়ে সরকারের কাছে আবেদন করলেন অভিনেতা-সাংসদ দেব।