কলকাতা: শনিবার ১৪ ডিসেম্বর সকালেই সুখবর ভাগ করে নেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দ্বিতীয়বার মা হয়েছেন তিনি। পুত্রসন্তান তো ছিলই আগে, এবার ঘরে এল লক্ষ্মী। কোয়েলের (Koel Mallick) কোল আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। আর শনিবার নিজের সমাজমাধ্যমে সেই খুশির খবরই ভাগ করে নেন তিনি। একটি কার্ড পোস্ট করে অনুরাগীদের জানান, দ্বিতীয়বার মা হওয়ার কথা। এই বছর মহালয়ার সময়েই জানা গিয়েছিল যে মা হতে চলেছেন কোয়েল। অনুরাগীদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে এবার এল সেই খুশির খবর। এদিন সমাজমাধ্যমে (Koel Mallick Baby Girl) তিনি এবং তাঁর স্বামী প্রযোজক নিসপাল সিংয়ের পক্ষ থেকে কন্যা সন্তানের কথা জানানো হয়েছে। সেই কার্ডে লেখা আছে, 'উই আর ব্লেসড উইথ এ বেবি গার্ল'। ফলে বোঝাই যায় কোয়েলের বড় ছেলে কবীর এবার দাদা ডাক শুনতে চলেছে খুব শীঘ্রই। নতুন খেলার সঙ্গীও পাবে সে।
এই বছর মহালয়ার দিনে দেবীপক্ষের সূচনার প্রাক-মুহূর্তেই কোয়েল জানিয়েছিলেন যে তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। সেই দিনে স্বামী নিসপাল সিং রানে এবং তাঁর পুত্র সন্তান কবীরের ছবি দিয়ে কোয়েল সমাজমাধ্যমে লিখেছিলেন যে, পরিবার বড় হতে চলেছে। শীঘ্রই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে। ২০২০ সালে জন্ম হয় কোয়েলের প্রথম সন্তান কবীরের, সেই সময় চলছে অতিমারীর প্রকোপ। তবু তার মধ্যেই অনুরাগীদের জন্য স্বামী নিসপাল সং রানের সঙ্গে পুত্রসন্তানকে নিয়ে একফ্রেমে ছবি শেয়ার করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এর ৪ বছরের মাথায় দ্বিতীয়বার মা হলেন কোয়েল, ঘরে এল লক্ষ্মী।
কিছুদিন আগেই 'মিতিন মাসি' সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল, এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাঁকে দুর্গার বেশে দেখা গিয়েছে এবারে। অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইশা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা জিৎ প্রমুখরা ইনস্টাগ্রামেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন। কেমন দেখতে হল কোয়েলের মেয়েকে ? অভিনেত্রী কিন্তু এখনও পর্যন্ত সন্তানের মুখ দেখাননি। অনুরাগীরা সেই আশায় দিন গুনছেন এখনও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: Allu Arjun: জেলেই কাটল রাত, সকালে পিছনের গেট দিয়ে বেরলেন অল্লু অর্জুন! কেন?