কলকাতা: সাদা কালো বোর্ডে প্রথম দান। আজ থেকে শুরু হল উইন্ডোজ (Windows)-এর প্রযোজনা ও পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি নতুন ছবি 'দাবাড়ু'-র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকেই। আজ আন্তর্জাতিক দাবা দিবস। আর তাই, দাবা নিয়ে ছবির শ্যুটিং শুরু করার জন্য বিশেষ এই দিনটাকেই বেছে নেওয়া হল। 


উত্তর কলকাতার একটি সাবেকি বাড়িতে শুরু হল 'দাবাড়ু'-র শ্যুটিং। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় আসছে পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত নতুন ছবি, 'দাবাড়ু'। সদ্যই উইন্ডোজ (Windows)-এর তরফ থেকে এই ছবির পোস্টার লঞ্চ করা হয়েছে। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। 


বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায়ের জীবনকে তুলে ধরা হবে ছবিতে। এই ছবি সম্পর্কে সূর্য শেখর নিজে বলেছিলেন,  'আমার ভাল লাগছে, কেবল দাবা নয়, আমার লড়াইয়ের সঙ্গে আমার পরিবারের সঙ্গ, তারা কীভাবে যুক্ত থেকেছেন, সঙ্গ দিয়েছেন সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে ছবিতে। আর আশা করি, ছবির শেষে গোটা টিমটাই আমার থেকে দাবা খেলা শিখে যাবে।'


এই ছবিতে ঋতুপর্ণার যে লুক প্রকাশ পেয়েছে, সেখানে তাঁকে দেখা গিয়েছে একেবারে ছাপোষা গৃহবধূ হিসেবে। বিখ্যাত দাবাড়ু সূর্য শেখর গঙ্গোপাধ্যায় উত্তর কলকাতার ছেলে। তাঁর জীবনকেই তুলে ধরা হবে ছবির পর্দায়। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাচ্ছে সৌরের মা করুণার চরিত্রে। এদিন সেটে হাজির ছিলেন শিবপ্রসাদ ও নন্দিতাও। 


ছবিটি নিয়ে পরিচালক বলছেন, 'এই ছবিটা আমার কাছে ভীষণ বিশেষ কারণ এর একদিকে যেমন খেলা রয়েছে, অন্যদিকে অ্যাকশন-নাটকীয়তা সবই রয়েছে। আশা করছি এই শীতেই দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারব। '


আরও পড়ুন: Prosenjit Chatterjee: এখানে দাঁড়িয়ে নিজেকে গুলি করেছিলাম, এই বাড়িটায় এলে আমার কথাবার্তা বদলে যায়: প্রসেনজিৎ


 



 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial