কলকাতা: ১১ বছর সময়টা নেহাত ছোট নয়.. চেহারার বদল ঘটাও বেশ স্বাভাবিক। কিন্তু সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে ১১ বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, তখন টলিউডের 'বুম্বা' যেন বলেছিলেন, 'কত বয়স চাই বল'। বয়স সত্যিই তাঁর কাছে সংখ্যামাত্র।


বিষয়টা একটু খুলেই বলা যাক। এবার পুজোয় ফের দর্শকদের নতুন থ্রিলার উপহার দিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আগামীকাল, অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এটি '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)।


'২২ শ্রাবণ'-এর প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা'-র বিজয় পোদ্দার, এই দুই চরিত্রকে একই গল্পে নিয়ে আসছেন সৃজিত। '২২ শ্রাবণ'-এর শেষে প্রবীর রায়চৌধুরীর আত্মহত্যার দৃশ্য দেখানো হয়েছিল। ফলে নতুন ছবি সিক্যুয়াল হলে সেখানে প্রবীর রায়চৌধুরীকে ফিরিয়ে আনা সম্ভব নয়। 'দশম অবতার' '২২ শ্রাবণ'-এর প্রিক্যুয়াল অর্থাৎ আগের ঘটনা। এই ছবিতে তুলে ধরা হবে প্রবীর রায়চৌধুরীর পূর্ব জীবনের গল্প। আর তার সঙ্গে যোগ দেবেন বিজয় পোদ্দাররূপী অনির্বাণ। 


আজ, বসুবাটিতেই আয়োজন করা হয়েছিল এই ছবির ঘোষণার। এখানেই শ্যুট করা হয়েছিল '২২ শ্রাবণ'-এ প্রবীর রায়চৌধুরীর আত্মহত্যা করার দৃশ্য। এত বছর পরে সেই একই জায়গায় ফিরে এসে প্রসেনজিৎ বলছেন, 'এই জায়গাটা আসলে আমার ভীষণ অদ্ভূত লাগে। ঠিক এখানটা দাঁড়িয়েই তো নিজেকে মেরে ফেলেছিলাম মাথায় গুলি করে। আবার সেই গল্পকেই ফিরিয়ে আনছে সৃজিত। আর প্রবীর চরিত্রটার জন্ম সৃজিতের লেখা থেকে কিন্তু সেটা আমার কাছে, প্রত্যেক বাঙালির মনে রয়ে গিয়েছে। ভাল লাগছে এবার প্রবীরের সঙ্গে পোদ্দারও রয়েছে। জমিয়ে একেবারে.. (প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিখ্যাত দাঁতে দাঁত চেপে কথা বলার স্টাইলে বললেন এই দুটো শব্দ)। যীশু, জয়া সবাইকে নিয়ে গোটা ছবির একটা দারুণ কাস্ট। আমরা খুব ভাল করে কাজটা করব আশা করি। আজ প্রথমদিন। আর এই বসুবাটিতে আসলেই যে আমার হাঁটাচলা, কথা বলা বদলে যায়। এই ছবির গানও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ক্রাইম থ্রিলার হোক, মার্ডার মিস্ট্রি বা ছোটদের ছবি, সৃজিত গানকে একটা দারুণ জায়গায় নিয়ে যায় সবসময়। আশা করি আগের ছবির থেকেও এই ছবির গান ভাল হবে।'


আরও পড়ুন: Anirban Bhattacharya: সিনেমাহলের টিকিট কেটে '২২ শে শ্রাবণ' দেখেছিলেন, সেই 'প্রবীর রায়চৌধুরী'-র সঙ্গেই রহস্য সমাধানে অনির্বাণ


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial