কলকাতা: পরিচালক শুভ্রজিৎ মিত্রের (Subhrajit Mitra) নতুন ছবিতে অভিনেতা বদল। ইন্দ্রনীল সেনগুপ্ত (Indraneil Sengupta)-র জায়গায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে। 'দেবী চৌধুরানী' (Devi Chowdhirani)- ছবিতে রঙ্গরাজের (Rongoraj) ভূমিকায় দেখা যাবে তাঁকে।
দেবী চৌধুরানীকে নিয়ে ছবি তৈরি করছেন শুভ্রজিৎ। বিগ বাজেট এই ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে সমস্ত কাজই হচ্ছে মহাসমারোহেই। নামভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)-কে। অন্যদিকে, ভবানী পাঠকের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee0-কে। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দর্শনা বণিক (Darshana Banik), বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee) ও অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)-কে।
আজ সোশ্যাল মিডিয়ায় অর্জুনের সঙ্গে একটি ছবি শেয়ার করে শুভ্রজিৎ জানিয়েছেন, রঙ্গরাজের চরিত্রে অভিনয় করবেন অর্জুন। এবিপি লাইভের তরফ থেকে এই বদলের কারণ জানতে চাওয়া হলে, শুভ্রজিৎ জানান, এটা গোটা দলের একটা ক্রিয়েটিভ সিদ্ধান্ত। অর্জুনকে নিয়ে আশা রয়েছে তাঁর। শুভ্রজিৎ আগেই জানিয়েছেন, রঙ্গরাজের চরিত্র এই ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অর্জুন এই চরিত্রটার প্রতি সুবিচার করবেন বলেই মনে হয় তাঁর।
অন্যদিকে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুনের পিতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)-কে। 'দেবী চৌধুরানী' (Devi Chowdhirani) ছবিতে, হরবল্লভের ভূমিকায় দেখা যেতে চলেছে এই অভিনেতাকে। এর আগেও শুভ্রজিতের ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অর্জুন। 'অভিযাত্রিক' ছবির মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল তাঁকেই। দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অভিনীত 'অভিযাত্রিক' ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে গোটা দেশে। এই ছবিতে দেখা গিয়েছিল সব্যসাচীকেও। ফের একবার সেই অভিনেতারাই ফিরছেন নতুন চরিত্রে।
এই প্রথম শ্রাবন্তীর সঙ্গে কাজ করছেন শুভ্রজিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবির নায়িকার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিয়েছেন শুভ্রজিৎ। সেখানে তিনি শ্রাবন্তীর কাজের প্রশংসায় পঞ্চমুখ। নিজেকে 'দেবী চৌধুরানী' করে তোলার জন্য নাকি যথেষ্ট পরিশ্রম করছেন অভিনেত্রী। অন্যদিকে প্রকাশ্যে এসেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও শ্যাম কৌশলের আলোচনা করার একটি ছবিও। এই ছবির অ্যাকশনের দায়িত্বে রয়েছে শ্যাম কৌশল।
আরও পড়ুন: Walking Fact: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?
আরও পড়ুন: Skin Care Tips: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ