Bengali Serial: এবার বক্সারের চরিত্রে ছোটপর্দায়, নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক

Bengali Serial News: এই ধারাবাহিকের প্রোমো শ্যুট হয়েছে তাজপুরের সমুদ্রের ধারে। প্রথম ধারাবাহিকে কাজ শুরু করে উচ্ছ্বসিত দিব্যানী

Continues below advertisement

কলকাতা: নতুন ধারাবাহিকে নতুন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন অভিষেক বসু (Abhishek Basu)। পরিবার আর বক্সিংয়ের টানাপোড়েনে ভুগতে থাকা নায়কের জীবনে হঠাৎ একঝলক হাওয়ার মতোই আসে নায়িকা। 'ফুলকি'। এই ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী দিব্যানী মণ্ডল (Divyani Mondal)-কে। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় পা রাখছেন তিনি। 

Continues below advertisement

জি বাংলায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। রাজেন্দ্র প্রসাদ দাসের পরিচালনায় তৈরি হচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রোমো। সেখানে আঁচ পাওয়া গিয়েছে গল্পের। ধারাবাহিকে নায়িকার নাম ফুলকি ও নায়কের নাম রোহিত। দুজনেই দুই মেরুর বাসিন্দা। কীভাবে তাঁদের সম্পর্ক হবে, সেই গল্পই বলবে 'ফুলকি'। এই ধারাবাহিকের মধ্যে দিয়ে বার্তা দেওয়া হবে যে অতীত মানুষকে বেঁধে রাখতে পারে না। এগিয়ে যাওয়াই রীতি। নিজেকে খুঁজে পাওয়ার লড়াইতে রোহিত ঠিক কীভাবে পাশে পাবে ফুলকিকে, সেই নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। 

ধারাবাহিকে, ফুলকির চরিত্র একটি ঝলমলে মেয়ের, যে সবসময় খুশি থাকে, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় ভালবাসাকে। অন্যদিকে রোহিত একজন প্রাক্তন বক্সার। সে তার অতীতের অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে চায়। দুই মেরুতে থাকা দুই মানুষের হঠাৎ দেখা এবং তারপরে বিয়ে। সবটাই একেবারে আকস্মিক। ফুলকি রোহিতের বাড়িতে এসে তাঁর পরিবারকে বোঝার চেষ্টা করে। চেষ্টা করে রোহিতের সমস্যা বুঝে, তাকে অতীতের তীক্ত অভিজ্ঞতা থেকে বের করে আনতে।

রোহিতের অতীতে জড়িয়ে আছে আরও এক চরিত্র, শালিনী। রোহিত স্বপ্ন দেখে বক্সিংয়ে সেরা হওয়ার, কিন্তু অতীতেত তীক্ত অভিজ্ঞতা যেন তাকে তাড়া করে বেড়ায়। ফুলকি কীভাবে সাহায্য করবে রোহিতের স্বপ্নেকে ছুঁতে? সেই গল্পই বলবে ফুলকি।

এই ধারাবাহিকের প্রোমো শ্যুট হয়েছে তাজপুরের সমুদ্রের ধারে। প্রথম ধারাবাহিকে কাজ শুরু করে উচ্ছ্বসিত দিব্যানী। বলছেন, 'সবাই আমার থেকে বড়। ধীরে ধীরে অনেক কিছু শিখছি। এই তো সবে কাজ শুরু হল। আশা করি আগামীদিনে আরও অনেক ভাল অভিজ্ঞতা হবে।' অন্যদিকে, 'মিঠাই' ধারাবাহিক শেষ হওয়ার পরে এই ধারাবাহিকে ফের নতুন চরিত্রে দেখা যাবে কৌশাম্বিকে।

Continues below advertisement
Sponsored Links by Taboola