Realme 11 Pro 5G Series: রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি ১১ প্রো ৫জি (Realme 11 Pro 5G) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) - এই দুই ফোন। মে মাসে চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল। এবার দেখে নেওয়া যাক ভারতে রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের ফোনগুলির দাম এবং র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট।



  • রিয়েলমি ১১ প্রো ৫জি ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। এই মডেলের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি- এই দুই ভ্যারিয়েন্ট। এই দুইমডেলের দাম যতাহক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৭,৯৯৯ টাকা। ১৬ জুন থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে রিয়েলমির ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু রিটেল দোকানে।

  • রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হয়েছে দুটো ভ্যারিয়েন্টে। একটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, যার দাম রয়েছে২৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ১২ জিবি র‍্যাম এবগ ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ১৫ জুন থেকে শুরু হবে বিক্রি। 


রিয়েলমি ১১ প্রো ৫জি এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি- এই দুই ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার



  • এই দুই ফোনে রয়েছে ৬.৭ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট। 

  • রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের এই দুই ফোনে একটি অক্টা-কোর ৬এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে। 

  • রিয়েলমি ১১ প্রো ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশ যুক্ত। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সগে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • দুটো ফোনেই রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট। রিয়েলমি ১১ প্রো প্লাস মডেলে রয়েছে ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। অন্যদিকে রিয়েলমি ১১ প্রো ফোনে রয়েছে ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- 'এনসাইক্লোপিডিয়া অফ ফরেস্টস', পেয়েছেন পদ্ম পুরস্কার, বিশ্ব পরিবেশ দিবসে ফিরে দেখা তুলসী গৌড়ার অসামান্য কীর্তি