কলকাতা: 'রাধিকা.. সরি, মানে স্বস্তিকা'। কথা বলতে গিয়ে সহ অভিনেত্রীর নাম আর চরিত্রের নামও যেন মিলিয়ে মিশিয়ে ফেললেন ক্রুশল আহুজা, ওরফে কর্ণ। ১ বছর ৮ মাসের অভ্যাস যে! ধারাবাহিক 'কী করে বলব তোমায়'-এর শেষদিনের শ্যুটিং শেষ করে আবেগে ভাসলেন গোটা টিমের সবাই। ছোট থেকে বড়, ক্যামেরার সামনে ফেলে আসা বিভিন্ন মুহূর্ত মনে করলেন সবাই। আর ক্যামেরা সামনে খুনসুটিতে মাতলেন, অনুভূতি ভাগ করে নিলেন দর্শকদের প্রিয় রাধিকা-কর্ণ জুটি।


শ্যুটিংয়ের শেষ দিনে পাশাপাশি বসে পুরনো দিনগুলো ফিরে দেখলেন দর্শকদের প্রিয় রাধিকা-কর্ণ জুটি। এই ধারাবাহিক চলাকালীনই ‘দীপ জ্বেলে যাই’-এর হিন্দি রিমেকে সুযোগ পেয়ে গিয়েছেন অভিনেতা। এদিন গল্প করতে করতে সেই কথাও সামনে আনেন স্বস্তিকা। মজার ছলে পিঠ চাপড়েও দেন ক্রুশলের। অনেকদিন ধরেই হাওয়ায় গুঞ্জন ভাসছিল, শেষ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক 'কী করে বলব তোমায়'। কিন্তু স্বস্তিকা জানান, মাত্র ৩ দিন আগে তাঁরা জানতে পারেন, শেষ হচ্ছে তাঁদের সফর। স্বস্তিকা বলছেন, 'গুঞ্জন শোনার পরেও ৬ মাস পুরোদমে শ্যুটিং করে গিয়েছি আমরা।' শোনা গিয়েছিল কর্ণ না থাকলেও রাধিকা ও তাঁর মেয়েকে নিয়েই এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প। এও শোনা গিয়েছিল, ধারাবাহিকের সিক্যুয়াল তৈরি হবে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কলাকুশলীরা। বরং নিজের চুল কেটে লুক পরিবর্তন করে ফেলেছেন স্বস্তিকা।


দর্শকদের ধন্যবাদ জানিয়ে স্বস্তিকা এদিন বলেন, 'কী করে বলব তোমায়' শেষ হয়ে গেলেও সবসময় বিভিন্ন চরিত্রের মধ্যে দিয়ে দর্শকদের বিনোদন করতে হাজির হয়ে যাবে ক্রশল আর স্বস্তিকা।' স্বস্তিকা যোগ করেন, 'অনেকেই বলেছিলেন, ক্রুশল অবাঙালি ছেলে, ভালো করে বাংলা বলতে পারে না। কিন্তু আমি এতদিন ধরে দেখছি ও ভাষা নিয়ে কতটা খেটেছে। আমি ৩৬৫ দিন ওর সঙ্গে ৩৬৫টি সিন করেছি। আমি সামনে থেকে দেখেছি ও কতটা খেটেছে।' ক্রুশনের সুযোগ পাওয়া নিয়ে খুশিতে উপচে পড়েন স্বস্তিকা। অন্যদিকে কর্ণ ওরফে ক্রুশল বলছেন, 'এটা যেহেতু একটা ভালোবাসার গল্প, তাই স্বস্তিকার সঙ্গেই আমার সবচেয়ে বেশি শ্যুট ছিল। সেই সমস্ত শ্যুটিংগুলো খুব মনে পড়বে। তবে আমার মনে হয় আমি বা রাধিকা.. সরি..স্বস্তিকা কেউ একা খাটিনি। আমাদের গোটা টিমটাই সমান পরিশ্রম করেছে।'


টিমের বাকি অভিনেতা অভিনেত্রীরাও দর্শকদের ধন্যবাদ জানালেন। ভাগ করে নিলেন নিজেদের কথা। আগামী ৬ অগাস্ট টেলিকাস্ট হবে 'কি করে বলব তোমায়' ধারাবাহিকের অন্তিম পর্ব।