কলকাতা: করোনা (Coronavirus) পরিস্থিতি কাটিয়ে ফের সিনেমাহলে মুক্তি পাচ্ছে একের পর এক বাংলা ছবি। সংক্রমণের (Covid19) আশঙ্কার মধ্যে কত সংখ্যক দর্শক সিনেমাহলে টিকিট কেটে ছবি দেখতে আসবেন, তা নিয়ে একটা আশঙ্কা থেকে গেলেও সাহসী পদক্ষেপ নিচ্ছেন বহু পরিচালক, প্রযোজকরা। তেমনই শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) প্রযোজনা সংস্থা উইন্ডোজ (Windows)। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়ের আগামী ছবি 'বাবা, বেবি ও' (Baba, Baby o) মুক্তি পেতে চলেছে সিনেমাহলে। আর ছবির মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতারা।


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন ছবি 'বাবা, বেবি ও'-র মুক্তির দিন ঘোষণা করে পোস্টার শেয়ার করেন ছবির মুখ্য চরিত্রে থাকা যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। এই ছবিতে যীশু সেনগুপ্তর সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট পর্দা এবং ওয়েব সিরিজের জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় (Solanki Roy)। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty), গৌরব চট্টোপাধ্যায়  ও বাংলা ছবির আরও নামী অভিনেতারা। জানা যাচ্ছে, আগামী বছর ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে 'বাবা, বেবি ও'। 



আরও পড়ুন - Shiboprosad Mukherjee: রিয়েলিটি শোয়ের প্রতিযোগীকে নিজের ছবিতে প্লেব্যাকের সুযোগ দিলেন শিবপ্রসাদ


প্রসঙ্গত, 'বাবা, বেবি ও' ছবিতে রিয়েলিটি শোয়ের এক প্রতিভাবান প্রতিযোগীকে প্লে ব্যাক করার সুযোগ করে দিয়েছেন প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনা সংস্থা। 'উইন্ডোজ' প্রযোজিত এই ছবিতে প্রথমবার প্লে ব্যাকের সুযোগ পেয়েছেন রিয়েলিটি শো 'সুপার সিঙ্গার'-এর প্রতিযোগী সঞ্চারী। এক সাক্ষাৎকারে শিবপ্রসাদ জানান, তিনি যখন গতবার 'সুপার সিঙ্গার'-এর মঞ্চে এসেছিলেন, তখনই প্রতিশ্রুতি দিয়েচিলেন, তাঁর আগামী ছবিতে এই মঞ্চেরই কোনও এক প্রতিযোগী প্লে ব্যাকের সুযোগ পাবেন। তিনি কথা রেখেছেন। তাঁর 'বাবা, বেবি ও' ছবিতে গান গাওয়ার সুযোগ পেয়েছেন 'সুপার সিঙ্গার' থেকে আসা প্রতিযোগী সঞ্চারী। ছবিতে 'বন্ধনে বাঁধিব' গানটি গেয়েছেন তিনি।