কলকাতা: 'প্ল্যাটফর্ম ৮'-এ মুক্তি পেল নতুন ওয়েব ফিল্ম 'দুগ্গা দুগ্গা' (Dugga Dugga)। অমৃতা চট্টোপাধ্যায় (Amrita Chattopadhyay). বাদশা মৈত্র (Badsha Maitra), ফাহিমা মির্জা (Fahim Mirza), ময়না মুখোপাধ্যায় (Moyna Mukherjee), জয়িত্রী চৌধুরী (Joyitri chowdhury), অর্কপ্রভ ভট্টাচার্য্য (Arka Prabha Bhattacharya), সমীহ দে (Samiha Dey), আকাশদীপ দাশগুপ্ত (Akashdeep Dasgupta)। কলকাতার দুর্গাপুজোর প্রেক্ষাপটে একটি মন ছোঁয়া গল্প বলবে এই ছবি। সিনেমাটির পরিচালনায় রয়েছে জিৎ চক্রবর্তী (Jeet Chakraborty)।
এই ছবি নিয়ে অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায় বলছেন, 'দুগ্গা দুগ্গা ছবিতে আমার চরিত্রটা বেশ আকর্ষণীয়। এমন চরিত্রে দর্শক এর আগে আমায় দেখেনি। এই ছবিটা একজন সাদামাটা মেয়ের প্রতিদিনের জীবনকে তুলে ধরেছে। এই ছবিতে দেখানো হয়েছে এমন একটা মেয়েকে যে বুঝতে পারবে আসল ভালবাসার মূল্য।' এই ছবিটা নিয়ে পরিচালক জিৎ বলছেন, 'এই ছবিতে একাধিক ভাল, প্রতিভাবান অভিনেতা অভিনেত্রী রয়েছেন। ছবির মিউজিক কম্পোজ করেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির গানগুলি গেয়েছেন ইক্ষিতা মুখোপাধ্যায় (Ikkshita Mukherjee)। ছবিটির গল্প লিখেছেন অরিত্র অয়ন ও চিত্রনাট্য লিখেছেন অভিনন্দন দত্ত। এই সবার কাজ মিলে এত সুন্দর একটা ছবি তৈরি হয়েছে যা সিনেমাপ্রেমীদের পক্ষে সত্যিই একটা উপহারের মতোই।
১২ অক্টোবর ২০২৪ থেকেই প্ল্যাটফর্ম-এ দেখা যাচ্ছে এই ওয়েব ফিল্ম। এই ছবিটি কেবল দর্শকদের জন্য একটা গল্প নয়, কলকাতার দুর্গাপুজোর অনুভূতি, সাবেকি পুজোর আমেজকে ফিরিয়ে দেবে এই ছবি। কেবল দুগ্গা দুগ্গা নয়, আগামীদিনে এই ওয়েব প্ল্যাটফর্মে আসছে, গোঁজামিল (Gnojamil), নিশীথ সেন (Nishit Sen) ও মরালী (Morali)। এই প্ল্যাটফর্মের আশা দর্শকদের নিত্যনতুন ওয়েব সিরিজের মধ্যে দিয়ে দর্শকদের কেবল ভাল গল্প নয়, উপহার দেবে বাংলা সংস্কৃতির বিভিন্ন দিকগুলি।
দুর্গাপুজো শেষ, তবে এখনও দুর্গাপুজোর রেশ টেনে একবার দেখে ফেলতেই পারেন দুগ্গা দুগ্গা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে