নয়া দিল্লি: রোজকার জীবন। সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে অফিসে বেরিয়েছিলেন। কিছুটা কাজ করে উঠে ব্যাগে হাত ঢোকাতেই নিজের উপর বিরক্ত হলেন, ফের ভুলে গিয়েছেন লাঞ্চ বক্স আনতে। এর মধ্যেই বাড়ি থেকে বউয়ের ফোন। এখন লাঞ্চ টাইমে কী খাবেন সেই ভাবনা নিয়ে অফিস থেকে বেরিয়ে অনতিদূরে একটি স্টোরে যান। সেখান থেকেই মুখরোচক কিছু খাওয়ার পরিকল্পনা ছিল। আর সেখানেই ঘটে যায় এক আজব কান্ড। 


কথায় বলে, 'দেনেওয়ালা যব দেতা হ্যায়, চপ্পর ফারকে দেতা হ্যায়'। এ যেন তেমনই। খাবার কিনতে গিয়ে দেখেন লটারি বিক্রি হচ্ছে। অফারটিও বেশ লোভনীয়। "মিলিয়নেয়ার বক্স" স্ক্র্যাচার্স গেম খেলা হচ্ছে। খেলাটি দেখে বেশ মজা লাগে। সাধারণত এ ধরনের লটারি তিনি খেলেন না। তবে পকেটে ৬০ ডলার ছিল আর খেলার জন্য প্রয়োজন ছিল ৩০ ডলার। ফলে তিনি ভাবলেন একবার ভাগ্য পরীক্ষা করে নেওয়া যাক।                                                    


এরপর তিনি কিছুক্ষণ ওই স্টোরে খাবারের সন্ধান করেন। এরপর স্টোর ছাড়ার আগে টিকিটটি স্ক্যান করতে গিয়েই দেখেন স্ক্রিনে লেখা 'লটারি উইনার'। একবার নয় বারবার পড়তে লাগলেন লেখাটি। যা দেখছেন সেটা সত্যি তো! লটারি বিজেতার কথায়, 'আমি বিস্মিত। আমি ভাবতেই পারছি না আমি এত টাকা জিতেছি।' সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন করে খবরটি জানান তিনি।  


আরও পড়ুন, মোমো বিক্রি করে মাসে কয়েক লাখ আয়? মোট লাভ শুনলে চমকে উঠল নেটিজেনরা


২০২৪ অর্থবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে মিসৌরি লটারি জেফারসন কাউন্টি মিসৌরি লটারি মোট ৪০.৫ মিলিয়ন পুরস্কার দিয়েছে লটারি প্লেয়ারদের। এমনকী এঁদের টিকিট বিক্রি করা স্থানীয় খুচরো বিক্রেতারা কমিশন এবং বোনাস হিসাবে ৩.৯ মিলিয়ন ডলারেরও বেশি উপার্জন করেছে। 


ওই লটারি বিজেতা পেয়েছেন ৩ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২৫.২৪ কোটি টাকা। যা তাঁর স্বপ্নাতীত। এখন এই এত টাকা দিয়ে কী করবেন তা ভেবে উঠতে পারেননি। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে