কলকাতা: এই মাল্টিস্টারার ছবির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। আর এবার পরীক্ষা বক্সঅফিসের। একই সঙ্গে মুক্তি পেয়েছে বলিউডের দুটি বড় ছবি, 'ভুল ভুলাইয়া ৩' (Bhool Bhulaiya 3) ও 'সিংঘম এগেন' (Singham Again)। বক্সঅফিসে একে অপরকে কতটা টক্কর দিতে পারল এই দুই ছবি.. সেইদিকে নজর রয়েছে সবারই। কার্তিক আরিয়ান (Kartik Aaryan), বিদ্যা বালন (Vidya Balan) ও মাধুরী দিক্ষীত (Madhuri Dixit) অভিনীত এই ছবি পা রাখল ১০০ কোটির ক্লাবে। আর 'সিংঘম এগেন'? ৩ দিনের চেষ্টাতেও এই ছবি পা রাখতে পারল না ১০০ কোটির ক্লাবে। অনেকেই মনে করেছিলেন এই ছবি প্রথম উইকএন্ডে ছুঁয়ে ফেলবে ১০০ কোটির লক্ষ্যমাত্রা। তবে তা হল না।
সূত্রের পাওয়া খবর অনুযায়ী, 'সিংঘম এগেন' মুক্তির দিন ব্যবসা করেছিল ৪৩.৫০ কোটি টাকার (43.50 crores)। এই অঙ্কটা কিন্তু ছিল 'ভুল ভুলাইয়া ৩'-এর প্রথম দিনের অঙ্কের চেয়ে বেশিই। তবে দ্বিতীয়দিনে এই আয়ের মাত্রা কিছুটা হলেও বাড়ে। দ্বিতীয়দিন এই ছবিটি বক্সঅফিসে আয় করেছিল ৪৪.৫০ কোটি টাকার (42.50 crores)। অর্থাৎ দুই দিনে এই ছবির আয় ৮৮ কোটি। অনেকেই ভেবেছিলেন তৃতীয় দিনে এই ছবিটি ছুঁয়ে ফেলবে ১০০ কোটির লক্ষ্যমাত্রা তবে তা হয়নি।
অন্যদিকে, সূত্রের পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রেখেছে 'ভুলভুলাইয়া ৩'। প্রথম ৩দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রাখতে পেরেছে এই সিনেমা। রবিবারের কালেকশন অনুযায়ী, রবিবার এই ছবিটি আয় করেছে ৩৩.৫ কোটি টাকা। ছবি মুক্তির দ্বিতীয় দিন, অর্থাৎ শনিবার 'ভুলভুলাইয়া ৩' উপার্জন করেছিল ৩৭ কোটি টাকা। আর মুক্তির প্রথম দিন এই ছবিটি আয় করেছিল ৩৫.৫ কোটি টাকা। সুতরাং বলাই যায়, বক্স অফিসে ভালই ছাপ ফেলতে পেরেছে এই ছবি। আগামী সপ্তাহে এই দুই ছবি কতটা উপার্জন করে সেটাই এখন দেখার।
আরও পড়ুন: Bhool Bhulaiyaa 3: 'রুহ বাবা' আর 'মঞ্জুলিকা'-র ম্যাজিক, ১০০ কোটির ক্লাবে 'ভুলভুলাইয়া ৩'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে