মুম্বই: 'পাঠান' (Pathaan) ছবির 'বেশরম রং' (Besharam Rang) গান ঘিরে তৈরি হওয়া বিতর্ক যেন পিছু ছাড়ছে না। এবার 'পাঠান' নির্মাতাদের বড় নির্দেশ দিল CBFC বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ছবি এবং ছবির গানে পরিবর্তন করার নির্দেশ দেওয়া হল।



'পাঠান' নির্মাতাদের 'পরিবর্তন'-এর নির্দেশ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের-


'বেশরম রং' গানটিকে ঘিরে বিতর্কের ঝড় বয়ে গিয়েছে। নানা রাজনৈতিক ব্যক্তি থেকে বহু সাধারণ নেট নাগরিক এই গানের দৃশ্য থেকে পোশাকের সমালোচনা করেছেন। বহু মানুষের বক্তব্য, এই গানের দৃশ্য থেকে পোশাক তাঁদের ভাবাবেগে আঘাত দিয়েছে। আর তাই এবার ছবি থেকে গানের দৃশ্যে কাঁচি চালানোর নির্দেশ দিল সেন্সর বোর্ড। বোর্ডের প্রধানের পক্ষ থেকে জানানো হয় যে, আমাদের ঐতিহ্যর কথা আগে মাথায় রাখা দরকার। আমাদের খেয়াল রাখতে হবে কী জিনিস আমরা দেখাচ্ছি। 



আরও পড়ুন - Rajesh Khanna Birth Anniversary: 'কেউ আমার কথা শোনেনি, বোঝেওনি...', কেন এমন বলেছিলেন রাজেশ খন্না?


প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'পাঠান।' ইতিমধ্যেই ছবির দুটি গান মুক্তি পেয়েছে। যার একটি নিয়ে বিতর্ক তুঙ্গে।