মুম্বই: বলিউডে হিট ছবির তালিকা করতে বসলে সেখানে অবশ্যই নাম থাকবে 'ম্যায়নে পেয়ার কিয়া' (Maine Pyar Kiya) ছবিটির। ১৯৮৯-তে মুক্তি পায় ছবিটি। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাওয়া 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান (Salman Khan) এবং ভাগ্যশ্রী (Bhagyashree)। হিন্দি ছবির দর্শকদের কাছে আজও এই ছবি মনে গাঁথা রয়েছে। 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবিতে অভিনয়ের পরই অভিনয় জীবন থেকে সরে যান অভিনেত্রী ভাগ্যশ্রী। তিনি এই ছবির পরই বিবাহিত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। আর এই ছবির মাধ্যমে দর্শকদের কাছে আরও প্রিয় হয়ে ওঠেন সলমন খান। সেই সলমন-ভাগ্যশ্রী জুটির 'ম্যায়নে পেয়ার কিয়া' ম্যাজিক ফের দেখা গেল টেলিভিশনের পর্দায়। 


না। এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, সলমন খান আর ভাগ্যশ্রী একসঙ্গে নতুন কোনও ছবিতে অভিনয় করছেন না। কিন্তু সলমন খান প্রতি শনি ও রবিবার টেলিভিশনের দর্শকদের কাছে যে উপস্থিত হন সঞ্চালক হিসেবে। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-র সঞ্চালক সলমন খান। আর এই রিয়েলিটি শোয়ের কারণেই ফের একসঙ্গে দেখা গেল সলমন-ভাগ্যশ্রী জুটিকে।


আরও পড়ুন - Rani Mukerji Update: কেরিয়ারের একেবারের শুরুর দিকে কোন বলিউড সুপারস্টারের প্রতি 'ভালোলাগা' ছিল রানি মুখোপাধ্যায়ের?


এদিন 'বিগ বস ১৫'-র 'উইকেন্ড কা ওয়ার' এপিসোডে নিয়মমতোই উপস্থিত ছিলেন সলমন খান। আর সেখানেই এসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রী। যিনি দীর্ঘদিন পর ফের রুপোলি পর্দায় ফিরে এসেছেন। 'বিগ বস ১৫'-র মঞ্চে সলমন খানের সঙ্গে সাইকেলে ঘুরতে এবং ডান্স পারফরম্যান্স করতে দেখা গেল ভাগ্যশ্রীকে। সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছেন ভাগ্যশ্রী। ছবি পোস্ট করে লিখেছেন, 'কিছু মানুষ, কিছু কথা, কিছু গল্প কখনও বদলে যায় না। সারাজীবনের বন্ধুত্ব।'


ভাগ্যশ্রীর পোস্ট করা এই ছবি দেখে ফের 'ম্যায়নে পেয়ার কিয়া' ছবির দিনগুলোর স্মৃতিতে ফিরে গিয়েছেন অনুরাগীরা। তাঁরা শুভেচ্ছা এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পছন্দের জুটিকে। একইরকমভাবে ছবিতে কমেন্ট করেছেন বলিউডের অন্যান্য তারকারাও।