নয়া দিল্লি : এক কোটি জাইকোভ-ডি (ZyCoV-D) ভ্যাকসিনের অর্ডার দিল কেন্দ্রীয় সরকার। আমেদাবাদের সংস্থা জাইডাস ক্যাডিলার কাছে তিন ডোজের এই টিকা নেওয়া হবে। রবিবার একথা জানা যায়।


সূত্রের খবর, জাতীয় ভ্যাকসিন কর্মসূচিতে বিশ্বের প্রথম ডিএনএ-নির্ভর ভ্যাকসিন নিয়ে আসার দিকে পদক্ষেপ নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। প্রাথমিকভাবে এটা প্রাপ্তবয়স্কদের অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হবে। 


প্রসঙ্গত, ভারতে ১২ বছর ও তার বেশি বয়স্কদের ভ্যাকিসন দেওয়ার জন্য ড্রাগ রেগুলেটরের প্রথম অনুমোদনপ্রাপ্ত ভ্যাকসিন জাইকোভ-ডি । সূত্রের খবর, কেন্দ্র ইতিমধ্যেই জাইকোভ-ডি ভ্যাকসিনের বরাত দিয়েছে। যার আনুমানিক মূল্য কর ছাড়া ৩৫৮ কোটি টাকা। 


 




এদিকে কোম্পানির তরফে মন্ত্রকে জানানো হয়েছে, জাইডাস ক্যাডিলা প্রতি মাসে এক কোটি জাইকোভ-ডি সরবরাহ করার মত জায়গায় আছে। উল্লেখ্য, তিন ডোজের এই ভ্যাকসিন প্রতি ২৮ দিন অন্তর প্রয়োগ করা যাবে। দেশীয় পদ্ধতিতে তৈরি এই ভ্যাকিসন প্রথম ডিএনএ-নির্ভর এবং সুচ প্রয়োগ না করেই প্রয়োগ করা যাবে। গত ২০ অগাস্ট এই ভ্যাকসিনকে জরুরি ভিত্তিতে প্রয়োগের অনুমোদন দেওয়া হয়। 


আরও পড়ুন ; দেশে করোনায় ফের উদ্বেগ, ৩৪ শতাংশেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যু


এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। শনিবার দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৩৯২ জনের। দেশে একদিনে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৫৩। শনিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৯২৯। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৬০ হাজার ৭৯১ জনের। দেশে এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৫৫ হাজার ৫৩৬ জন। অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৮৪৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৭ লক্ষ ৪৯ হাজার ৯০০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১২ হাজার ৪৩২ জন সুস্থ হয়েছেন।