সলমনের শেষ ছবি টাইগার জিন্দা হ্যায় মুক্তির প্রথম দিনে ব্যবসা করে ৩৪.১০ কোটি টাকা ও সুলতান ব্যবসা করে ৩৬.৫৪ কোটি টাকা। প্রথম দিনের ব্যবসার নিরীখে এদের ছাপিয়ে গিয়েছে ভারত। টাইগার জিন্দা হ্যায় অবশ্য এত ভাল ওপেনিংয়ের পরেও বক্স অফিসে আহামরি সাফল্য পায়নি। প্রথম দিনেই ৪২ কোটি রোজগার ভারত-এর, অনুরাগীদের ধন্যবাদ জানালেন সলমন
ABP Ananda, Web Desk | 07 Jun 2019 01:08 PM (IST)
সলমন জানিয়েছেন, তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত এটাই সর্ব শ্রেষ্ঠ ওপেনিং।
মুম্বই: বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে সলমন খানের ভারত। মুক্তির প্রথম দিন ছবিটি রোজগার করেছেন ৪২ কোটি টাকা। সলমন জানিয়েছেন, তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত এটাই সর্ব শ্রেষ্ঠ ওপেনিং। সাল্লুভাই টুইট করেছেন, আমার ছবিতে এক জায়গায় জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে সকলে উঠে দাঁড়ায়। এই দৃশ্য আমাকে সবথেকে খুশি আর গর্বিত করেছে। আমাদের দেশের প্রতি এর থেকে বেশি সম্মান দেখানোর আর পন্থা নেই।