সাল্লুভাই টুইট করেছেন, আমার ছবিতে এক জায়গায় জাতীয় সঙ্গীত বাজার সঙ্গে সঙ্গে সকলে উঠে দাঁড়ায়। এই দৃশ্য আমাকে সবথেকে খুশি আর গর্বিত করেছে। আমাদের দেশের প্রতি এর থেকে বেশি সম্মান দেখানোর আর পন্থা নেই।
সলমনের শেষ ছবি টাইগার জিন্দা হ্যায় মুক্তির প্রথম দিনে ব্যবসা করে ৩৪.১০ কোটি টাকা ও সুলতান ব্যবসা করে ৩৬.৫৪ কোটি টাকা। প্রথম দিনের ব্যবসার নিরীখে এদের ছাপিয়ে গিয়েছে ভারত। টাইগার জিন্দা হ্যায় অবশ্য এত ভাল ওপেনিংয়ের পরেও বক্স অফিসে আহামরি সাফল্য পায়নি।