নটিংহ্যাম: বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে বিপজ্জনক দেখাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলকে। কিন্তু আম্পায়ার ক্রিস গ্যাফনির একটি বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হল এই বিধ্বংসী ব্যাটসম্যানকে। আউট হওয়ার আগে ১৭ বলে ২১ রান করেন তিনি।
যে বলে গেইল আউট হলেন ঠিক তার আগের বলটি ধারাভাষ্যকারদের নজর কেড়ে নেয়। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার মিচেল স্টার্ক একটা বড়সড় নো বল করেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তা অনফিল্ড আম্পায়ার গ্যাফানির নজর এড়িয়ে যায়। আর সেটি নো বল ডাকা হলে যে বলে গেইল আউট হলেন সেটিতে গেইল ফ্রি-হিট পেতেন।



ছবি-ট্যুইটার
স্টার্কের ওই বল নো ডাকায় ক্রিকেট অনুরাগীরা গ্যাফানিকে ট্যুইটারে একহাত নিয়েছেন। তাঁরা আম্পায়ারিংয়ের প্রবল সমালোচনায় মুখর হয়েছেন।














গতকালের এই ম্যাচে স্টার্ক ৪৬ রানে পাঁচ উইকেট নেন। তাঁর দাপুটে বোলিং ক্যারিবিয়ান ব্যাটিংয়ের লোয়ার অর্ডার গুঁড়িয়ে দেয়। এরফলে চলতি বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও জয় পেল গতবারের চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া।
প্রথমে ব্যাট করতে নেমে নাথন কুল্টার-নাইলের ঝোড়ো ইনিংস (৬০ বলে ৯২) এবং স্টিভ স্মিথের লড়াকু ইনিংস (১০৩ বলে ৭৩)-এ ভর করে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ৩৮ রান থেকে ৪৯ ওভারে ২৮৮ রান করে।