মুম্বই: বলিউড তারকা সলমন খান বর্তমানে তাঁর আগামী সিনেমা 'ভারত'-এর শ্যুটিংয়ের কাজে মাল্টায় রয়েছেন। এবার শ্যুটিংয়ে একা যাননি বলিউডের দাবাং খান। সঙ্গে নিয়ে গিয়েছেন মা সালমা খানকেও। সলমন নিজের ইনস্টাগ্রাম পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে সিঁড়ি বেয়ে উঠতে মাকে সাহায্য করতে করতে দেখা যাচ্ছে সলমনকে। ভিডিও শেয়ার করে ক্যাপশনে সলমন লিখেছেন, ‘ইয়ে বন্ধন তো...প্যায়ার কা বন্ধন হ্যায়’। সেই সঙ্গে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তাঁর ‘করণ-অর্জুন’ সিনেমার ওই গান।
উল্লেখ্য, মাল্টায় তাঁর আগামী সিনেমার শ্যুটিংয়ের দ্বিতীয় পর্ব চলছে। এর আগে মুম্বইয়ে প্রথম পর্যায়ের শ্যুটিং হয়েছে। এই সিনেমায় সলমন খান ছাড়াও ক্যাটরিনা কাইফ, তব্বু, দিশা পাটনি, সুনীল গ্রোভার ও আসিফ সেখের মতো তারকাকে দেখা যাবে। সিনেমার পরিচালক আলি আব্বাস জাফর।