মুম্বই: অক্ষয় কুমার ও বিদ্যা বালনের হরর-কমেডি  ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সিকোয়েলের পোস্টার সামনে এল।  ‘ভুল ভুলাইয়া ২’ সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরয়ানকে। সিনেমার যে পোস্টার সামনে এসেছে সেখানে কার্তিকের যে লুক সামনে এসেছে তার সঙ্গে প্রিয়দর্শন পরিচালিত সিনেমার অক্ষয় কুমারের লুকের সঙ্গে বেশ মিল রয়েছে।

‘ভুল ভুলাইয়া ২’-তে কার্তিক আরয়ানের যে লুক সামনে এসেছে তাতে দেখা গিয়েছে যে, একটি লাল রঙের আসনে বসে রয়েছেন তিনি।  এই সিনেমা ‘ভুল ভুলাইয়া’-র দ্বিতীয় পর্ব।  কার্তিক হাতের দুই আঙুল তুলে সেটাই ইঙ্গিতে জানিয়েছেন। দ্বিতীয় ছবিতে তাঁকে কঙ্কালের স্তুপে হেলান  দিয়ে থাকতে দেখা গিয়েছে।



‘ভুল ভুলাইয়া’-তে অক্ষয় কুমার ও বিদ্যা বালন মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।

‘ভুল ভুলাইয়া ২’-র নির্মাতা ভূষণ কুমারের টি সিরিজ। সিনেমার পরিচালক আনিস বাজমি।
‘ভুল ভুলাইয়া’ সিনেমায় অক্ষয় কুমার মনোরোগের চিকিত্সকের ভূমিকায় অভিনয় করেছিলেন। ওই সিনেমা বক্সঅফিসে দারুণ সাড়া ফেলেছিল। এবার এর সিকোয়েলের অপেক্ষায় সিনেপ্রেমীরা। ২০২০-র ৩১ জুলাই সিনেমা মুক্তি পাবে বলে নির্মাতারা জানিয়েছেন।