কলকাতা: বাঙালি আর দার্জিলিং মানেই নস্ট্যালজিয়া। কাঞ্চনজঙ্ঘার কোলে ১৭ দিনে শ্যুটিং যেন 'পিকনিক'। একটা পরিবারের গল্প বলতে আসছে রাজর্ষি দের ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। আর সেই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদিপ্তা চক্রবর্তী। পর্দায় তাঁর বিপরীতে দেখা যাবে কৌশিক সেনকে। ছবির ট্রেলার রিলিজের অনুষ্ঠানে এবিপি লাইভকে ছবির গল্প, ছবির বাইরের গল্প শোনালেন অভিনেত্রী। 


একসঙ্গে ১৭ জন বন্ধু পাহাড়ে। কতটা মজা হয়েছে? হাসতে হাসতে বিদিপ্তা বললেন, 'পোস্টারে সবার মুখগুলো দেখেছেন? শাশ্বত (শাশ্বত চট্টোপাধ্যায়), অরুণোদয় (রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়), তনুশ্রী (তনুশ্রী চক্রবর্তী), অর্পিতা (অর্পিতা চট্টোপাধ্যায়)... এরা সবাই একসঙ্গে থাকলে কী হতে পারে ভাবতে পারছেন! সবাই একসঙ্গে ভীষণ মজা করেছি, হই হই করেছি। ছোটরাও ছিল, তাদের সঙ্গেও মিলেমিশে গিয়েছিলাম সবাই। ভীষণ ভালো করে সময়টা কেটেছে।'


তাঁর অভিনীত একটা বাংলা ছবি সাফল্য পেয়েছে ইতিমধ্যেই। 'বাবা,বেবি, ও'। মুক্তির অপেক্ষায় 'আবার কাঞ্চনজঙ্ঘা'। বিদিপ্তা বলছেন, 'প্রায় ২ বছর পরে আবার প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাচ্ছে। ভালো লাগছে যে ইন্ডাস্ট্রি করোনা পরিস্থিতি কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে। দর্শকদের অনুরোধ করব প্রেক্ষাগৃহেই ছবি দেখার জন্য। কারণ এর সত্যিই কোনও বিকল্প নেই।'


আরও পড়ুন: Abar Kanchenjunga Exclusive: 'শ্যুটিং নয়, ১৭ জন অভিনেতা যেন দার্জিলিংয়ে পিকনিকে গিয়েছেন', গল্পে পরিচালক রাজর্ষি


'আবার কাঞ্চনজঙ্ঘা' একটা পরিবারের গল্প। কাজের সূত্রে ভাগ হয়ে যাওয়া একটি বড় পরিবার মিলিত হয়েছে ছুটিতে। পাহাড়ের কোলে এক পৈত্রিক বাংলোয়। নাম অভিলাষ। বিদিপ্তা নিয়ে কতটা বিশ্বাস করেন যৌথ পরিবারে? অভিনেত্রী বলছেন, 'আমি নিজে যৌথ পরিবারে থেকেই বড় হয়েছি। কিন্তু বর্তমানে তো যৌথ পরিবারের কথা ভাবাই যায় না। তবে মানুষ এখনও পর্দায় বা নাটকের মঞ্চে যৌথ পরিবারের গল্প দেখতে ভালোবাসেন। আমার মনে হয় সাধারণ মানুষ এখনও যৌথ পরিবার মিস করেন। আর তাই সেটা থাকলে কেমন হত সেটা দেখার জন্যই সিনেমা বা নাটক দেখেন। আবার কাঞ্চনজঙ্ঘা একটা পরিবারের গল্প যেখানে প্রত্যেকটা চরিত্রের একটা নিজস্ব গল্প আছে। কেউ ছবির কেন্দ্রিয় চরিত্র নন।'