অমিতাভের পিঠ ও কাঁধে চোট লেগেছিল, এখন ভাল আছেন, জানালেন আমির
Web Desk, ABP Ananda | 14 Mar 2018 04:34 PM (IST)
মুম্বই: ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর সহ-অভিনেতা অমিতাভ বচ্চনের অসুস্থতা নিয়ে মুখ খুললেন আমির খান। তিনি জানিয়েছেন, ‘গতকাল রাতে আমি তাঁর সঙ্গে শ্যুটিং করেছি। এই ছবিতে অনেক অ্যাকশন দৃশ্যে অভিনয় করার ফলে তাঁর পিঠে ও কাঁধে চোট লাগে। অনেকদিন পরে দর্শকরা তাঁকে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখবেন। তাই এই ছবিটা তাঁর কাছে চ্যালেঞ্জের। কিন্তু তিনি দারুণভাবে মানিয়ে নিচ্ছেন।’ আজ আমিরের ৫৩-তম জন্মদিন। তিনি জোধপুর থেকে মুম্বইয়ে এসেছেন। এই অভিনেতা জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় জন্মদিনের কথা তাঁর মনে ছিল না। সবার সামনে অমিতাভ তাঁকে শুভেচ্ছা জানান। এতে তিনি খুশি। অমিতাভ গতকাল ব্লগে লেখেন, চিকিৎসক দলকে মুম্বই থেকে জোধপুরে ডেকে পাঠিয়েছেন। এরপরেই তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাঁর স্ত্রী জয়া বচ্চন জানান, ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিংয়ের সময় ভারী কস্টিউম পরার ফলেই তাঁর ঘাড় ও পিঠে ব্যথা হয়েছে। তবে আজ ব্লগে অমিতাভ হিন্দি কবিতার মাধ্যমে জানিয়েছেন, তিনি ভাল বোধ করছিলেন না। যার জেরে চিকিৎসকদের ডেকে পাঠাতে হয়। তবে এখন ভাল আছেন।