মুম্বই: সম্প্রতি মুক্তি পেয়েছে ওমঙ্গ কুমার পরিচালিত বায়োপিক 'সর্বজিৎ'। এই ছবিতে রণদীপ হুদার পারফর্ম্যান্সে মুগ্ধ বিগ বি।
রণদীপের অভিনয় অমিতাভ বচ্চনকে এতটাই অভিভূত করেছে, যে, তাঁকে একটি ছোট নোটও লিখে পাঠিয়েছেন বিগ বি। ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
অমিতাভ লিখেছেন, আমি সবসময়ই তোমার (রণদীপ) প্রতিভার প্রশংসা করি। কিন্তু গতকাল রাতে সর্বজিত দেখার পর না লিখে আর থাকতে পারছি না। রণদীপের প্রতি তাঁর অপরিমেয় শ্রদ্ধা জন্মেছে। তোমার জীবনে আরও সমৃদ্ধি আসুক।
নোটটি টুইটারে শেয়ার করেছেন রণদীপ। অমিতাভের প্রশংসায় উচ্ছ্বসিত তিনিও। টুইটারে তিনি লিখেছেন, অমিতাভ তাঁর আদর্শ। তাঁর কাছ থেকে এই নোট পেয়ে তিনি সম্মানিত।
প্রসঙ্গত, পাক জেলে বন্দি থাকা ভারতীয় নাগরিক সর্বজিৎ সিংহের জীবনী নিয়ে তৈরি এই ছবি। ভুল বশত সীমানা টপকে সেদেশে পাড়ি দিয়েছিলেন তিনি। বহু বছর পাকিস্তানে বন্দি থাকার পর জেলেই মৃত্যু হয় তাঁর। তাঁর জীবনী নিয়েই এই ছবি। নামভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুদা। এই ছবিতে সর্বজিতের বোন 'দলবীর কৌর'-এর ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চন। সর্বজিতের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিচা চাড্ডা।
'সর্বজিৎ'-এ রণদীপ হুদার পারফর্ম্যান্সে উচ্ছ্বসিত বিগ বি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 May 2016 01:40 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -