ফিরে দেখা: বিদেশের মাটিতে প্রথম কনসার্টে সলমন, আমিরকে নিয়ে যাওয়ার ছবি শেয়ার করলেন অমিতাভ
web desk, ABP Ananda | 07 Feb 2019 08:34 AM (IST)
নয়াদিল্লি: প্রথম সবকিছুর মধ্যেই লেগে থাকে মধুর স্মৃতি। বহুদিন পর পেছনে ফিরে তাকালে মন ভাল হয়ে যায় বইকি। ঠিক তেমন এই ছবিটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। সেই প্রথম সলমন, আমিরকে নিয়ে বিদেশের মাটিতে কনসার্টে গিয়েছিলেন বিগ-বি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ছিল সেই কনসার্ট। সঙ্গে গেছিলেন শ্রীদেবীও। বিগ বি লিখেছেন, ‘ওয়েম্বলি স্টেডিয়ামে আমার কনসার্ট...প্রথম কোনও ভারতীয়র কনসার্ট...আমি সঙ্গে নিয়েছিলাম শ্রীদেবী, আমির আর সলমনকেও। ওঁদের প্রথম কনসার্ট...৭০ হাজার দর্শক...ঐতিহাসিক!! ওয়েম্বলি স্টেডিয়াম নতুন করে তৈরি হওয়ার আগে হয়েছিল এই অনুষ্ঠান। এখন আপনারা প্রায়ই এই মাঠে প্রায়ই প্রিমিয়ার লিগ ফুটবল দেখে থাকেন।’