নয়াদিল্লি: শুধু নির্বাচন কমিশন বা রাজনৈতিক দলগুলিই নয়, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তৈরি হচ্ছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও। ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের আগে হোয়াটসঅ্যাপের অপব্যবহার ঠেকানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা করা হচ্ছে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাতে আপত্তিকর বিষয়গুলি ছড়ানো না যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
হোয়াটসঅ্যাপের আধিকারিক কার্ল উগ জানিয়েছেন, ‘আমরা দেখেছি, অনেক রাজনৈতিক দলই হোয়াটসঅ্যাপের অপব্যবহার করে। আমাদের সংস্থা তাদের সতর্ক করে দিচ্ছে, এরকমভাবে ব্যবহার করলে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনের আগে হোয়াটসঅ্যাপের অপব্যবহার রোখার বিষয়ে আমরা সতর্ক আছি। যত দ্রুত সম্ভব হোয়াটসঅ্যাপের অপব্যবহার বন্ধ করার চেষ্টা করছি।’
ভারতে রাজনৈতিক দলগুলি অপব্যবহার করে, লোকসভা নির্বাচনের আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানাল হোয়াটসঅ্যাপ
Web Desk, ABP Ananda
Updated at:
06 Feb 2019 10:53 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -