মুম্বই: যৌন নির্যাতনের শিকার হওয়ার পর সংশ্লিষ্ট মহিলা যাতে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, তার জন্য তাঁদের সাহায্য করার বার্তা দিচ্ছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। কিছুদিনের মধ্যেই একটি প্রচারে দেখা যাবে তাঁকে। একটি বেসরকারি টেভিলিশন চ্যানেল এই উদ্যোগ নিয়েছে। ভারতীয় সমাজে যৌন নির্যাতনের শিকার মহিলাদের প্রতি যে আচরণ করা হয়, তা বদলানোর আর্জি জানাবেন অমিতাভ।

গত সপ্তাহ থেকে ‘কেয়া কসুর হ্যায় অমলা কা’ নামে একটি অনুষ্ঠান শুরু হয়েছে। সেই অনুষ্ঠানে যৌন নির্যাতিতাদের সমস্যার কথা তুলে ধরা হচ্ছে। তুরস্কের একটি শো-এর আদলে এই অনুষ্ঠানে অত্যাচারিত মহিলাকে হেয় করার বদলে অপরাধীদের শাস্তি দেওয়ার কথাই তুলে ধরা হচ্ছে। ওই অনুষ্ঠানের অঙ্গ হিসেবেই এবার প্রচার করবেন অমিতাভ।

বলিউড শাহেনশা এক বিবৃতিতে বলেছেন, ‘একজন মহিলা যৌন নির্যাতনের শিকার হলে খারাপ হয়ে যান, এই ধারণা আমাদের সাংস্কৃতিক মানসিকতায় দৃঢ়ভাবে সঞ্চারিত হয়েছে। কিন্তু তাঁর নয়, লজ্জা তো হওয়া উচিত অপরাধীর। আমাদের নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তোলা উচিত যাতে যৌন নির্যাতিতা প্রশাসন, পরিবার ও সমাজের কাছ থেকে ভরসা পান। সবার মানসিকতা যাতে বদলায়, সেজন্য আমাদের এগিয়ে আসা উচিত। গল্পের মাধ্যমে আমাদের সেই ঘটনাগুলি তুলে ধরা উচিত, যাতে সমাজে বদল আনা যায়।’