মুম্বই: ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মুক্তি নিয়ে অবশেষে জট কাটল। ছবি মুক্তিতে কোনও বাধা নেই বলে জানাল মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। বয়কট করা হচ্ছে না ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশ এবং এমএনএস-এর প্রধান রাজ ঠাকরের সঙ্গে দেখা করেন ছবির প্রযোজক কর্ণ জোহর, প্রডিউসার গিল্ডের প্রেসিডেন্ট মুকেশ ভট্ট।


প্রযোজকরা কথা দিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তানি শিল্পীদের নিয়ে আর কাজ করবেন না। যে সমস্ত প্রযোজক সই করে পাকিস্তানি শিল্পীদের ছবিতে নিয়েছেন, তঁদের সেনা ত্রাণ তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 'অ্যায় দিল...'-এর শুরুতে উল্লেখ থাকবে উরি হামলায় শহিদ জওয়ানদের কথা। শ্রদ্ধা জানানো হবে তাঁদের। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা।

মহেশ ভট্ট জানিয়েছেন, বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেও তিনি বলেন, আমাদের কাছে আগে ভারত। আমরা মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছি, আর পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করব না। এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্র নব নির্মাণ সেনা। মহেশ ভট্ট আরও জানিয়েছেন, সিনেমার শুরুতে শহিদদের শ্রদ্ধা জানানোর প্রস্তাব দিয়েছেন কর্ণ জোহর। ছবির শুরুতে উল্লেখ থাকবে উরি হামলায় শহিদ জওয়ানদের কথা। এরসঙ্গে প্রযোজকরা সেনা ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করবেন বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার ছবি মুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে বৈঠক করে 'অ্যায় দিল...' টিম। নিরাপদে ছবির মুক্তির আশ্বাস দেন রাজনাথ। কয়েকদিন আগে একটি ভিডিও বার্তায় ছবির প্রযোজক কর্ণ জোহর বলেন, আমার কাছে আগে দেশ। দেশের থেকে বড় কিছু হতে পারে না। ভবিষ্যতে আর পাকিস্তানি তারকাদের সঙ্গে কাজ করতে চাই না।

প্রসঙ্গত, উরি হামলার পর দেশে পাক শিল্পীদের বয়কটের ডাক দেয় মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত কর্ণ জোহরের ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তি পেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। মাল্টিপ্লেক্সগুলিতে ভাঙচুর করা হবে বলে হুমকি দেয়। সেই সঙ্গে পাক অভিনেতাদের নিজেদের দেশে ফিরে যেতেও বলে। সিঙ্গেল থিয়েটারগুলি জানিয়ে দেয়, তাঁদের হলে দেখানো হবে না 'অ্যায় দিল...'। এই প্রেক্ষিতে বহু বলিউড তারকা পাকিস্তানি শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার জানিয়েছেন, ভারত-পাক দুদেশের মধ্যে বর্তমান যা সম্পর্ক, তাতে পাক শিল্পীদের সঙ্গে এই মুহূর্তে কাজ করতে চান না।