করাচি: সবার সামনেই মহিলা সাংবাদিককে চড়, তারপর শূন্যে গুলি। পাকিস্তানের পুলিশ কনস্টেবলের এ হেন কীর্তি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় তদন্তের নির্দেশ প্রশাসনের।


লিয়াকতাবাদে ন্যাশানাল অথরিটি ফর ডেটাবেস রেজিস্ট্রেশন(এনএডিআরএ) অফিসে খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন পাকিস্তানের স্থানীয় এক টিভি চ্যানেলের এক মহিলা সাংবাদিক। সেখানেই তাঁকে চড় মারেন ওই পুলিশকর্মী। প্রশাসনিক আধিকারিক সূত্রে খবর, ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চৌধরী নিসার আলি। সম্পূর্ণ ভিডিও ক্লিপটিও চেয়ে পাঠিয়েছেন তিনি।

ভিডিওতে দেখা গিয়েছে, সেখানকার মানুষের ওপর পুলিশ কীভাবে অত্যাচার করে সেই খবর তুলে ধরছিলেন ওই সাংবাদিক। এরপরই ওই সাংবাদিককে চড় মারে পুলিশ কর্মী। শূন্যে গুলিও ছোঁড়ে। পুলিশকর্মীর বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।

পুলিশের এই ধরনের আক্রমণাত্মক আচরণে নিন্দার ঝড় উঠেছে।