নয়াদিল্লি: 'বিগ বস ১৫'-এর অন্যতম প্রতিযোগী জনপ্রিয় টিভি অভিনেতা জয় ভানুশালী। বিগ বসের বাড়িতে থেকেও মাঝে মধ্যেই স্ত্রী ও মেয়ের নানা ছবি ও ভিডিও পোস্ট করতে থাকেন অভিনেতা। পোস্ট দেখে স্পষ্ট একরত্তি মেয়ে তারাকে খুব মিস করেন জয়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও পোস্ট করেছেন জয়ের স্ত্রী অভিনেত্রী মাহি ভিজ। ভিডিওয় দেখা যাচ্ছে 'বিগ বস'-এর দীপাবলি স্পেশাল প্রোমো দেখে কেঁদে ভাসাচ্ছে খুদে তারা। নতুন প্রোমোতে জয়কে দেখা গেল দীপাবলির উপহার পেয়ে খুবই ইমোশনাল হয়ে পড়েছেন তিনি।


খুদে তারার একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেটা প্রধানত মাহিই ব্যবহার করেন। তিনিই মেয়ের একটি ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'বাবা, আমি তোমাকে ভালবাসি।' অনুরাগীরা কমেন্ট বক্স ভরিয়েছেন তাঁদের বার্তায়।


 






জয়, 'বিগ বস ১৫'-এর জন্য মেয়ে তারার থেকে দূরে রয়েছেন। এতদিনের জন্য মেয়ের থেকে এই প্রথমবার আলাদা রয়েছেন তিনি। সাম্প্রতিক প্রোমোতে দেখা যাচ্ছে বাড়ি থেকে আসা দীপাবলি উপহার পেয়ে ইমোশনাল হয়ে গেছেন জয়। দীপাবলিতে খুদে মেয়ের ছোট্ট ছোট্ট জিনিসপত্র পাঠানো হয়েছে তাঁকে। সঙ্গে একটা ফ্রেমে লেখা 'তারা'। একইসঙ্গে একটি নোটও পেয়েছেন তিনি, 'পাপা, আই লভ ইউ, তারা।'


আরও পড়ুন: Yishaan Update: দীপাবলিতে একরত্তি ঈশানের ছবি পোস্ট যশের, দেখা গেল খুদের মুখ






উপহার পেয়ে এক কোণায় বসে পড়ে কাঁদতে দেখা যায় জয় ভানুশালিকে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 


আরও পড়ুন: Sanya Malhotra New House: বিলাসবহুল বাড়ি কিনলেন সনয়া মলহোত্র, দাম শুনে চোখ কপালে অনুরাগীদের