প্রসেনজিৎ সাহা, উদয়পুর: শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ। আজ কালীপুজো (Kalipuja 2021)। আলোর উৎসবে ভাসছে কলকাতা (Kolkata)। করোনা আবহেও দীপাবলির (Diwali 2021) আনন্দ শহর থেকে জেলায়। সেজেছে ত্রিপুরা (Tripura) সন্দরীও। ৫১ সতীপীঠের অন্যতম ত্রিপুরা সুন্দরী দেবী। দীপাবলিতে সেজে উঠেছে ত্রিপুরেশ্বরী মন্দির (Tripura Sundari Temple)। ত্রিপুরার মহারাজা ধন্য মানিক্য ১৫০১ খ্রিষ্টাব্দে ত্রিপুরা সুন্দরী মন্দির স্থাপন করেন। মন্দিরে দেবী প্রতিমা কষ্টি পাথরে নির্মিত। দীপাবলি উপলক্ষে রাজ্যের অন্যতম মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু গোমতী জেলার, উদয়পুর মাতারবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরাসুন্দরী মন্দির হিসেবেও পরিচিত। 


৫১ পীঠের একপিঠ ত্রিপুরা সুন্দরী দেবী। ৫২০ বছরের পুরনো এই মন্দিরকে কেন্দ্র করে প্রতিবছর দীপাবলি উৎসব ও মেলার  আয়োজন হয়। ত্রিপুরার ১৪৫তম মহারাজা ধন্য মানিক্য ১৫০১ খ্রিস্টাব্দে ত্রিপুরাসুন্দরী মন্দির স্থাপন করেন। মন্দিরে দেবী প্রতিমা কষ্টি পাথরে নির্মিত। দেবীর মূর্তি উচ্চতায় এক মিটার ৫৭ সেন্টিমিটার, প্রস্থ ৬১ সেন্টিমিটার। 


১৯৪৯ সালে ত্রিপুরা রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়, সেই সময় ত্রিপুরার রানী কাঞ্চন প্রভাদেবীর অন্যতম শর্ত ছিল কয়েকটি মন্দিরের পরিচালনার ভার সরকারকে নিতে হবে। কেন্দ্রীয় সরকার শর্তে রাজি হয়। এরপরই রাজ্য সরকার ত্রিপুরা সুন্দরী মন্দিরের পরিচালনার দায়িত্ব নেয়। পদাধিকারবলে মন্দিরের সেবায়েত গোমতী জেলার জেলাশাসক। ২০১৮ সালের নতুন সরকার গঠিত হওয়ার পর মাতাবাড়ি মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করে রাজ্য সরকার।  সরকার পরিচালিত মন্দিরের সমস্ত কাজ হলেও আজকের দিনেও রাজপরিবারের বর্তমান প্রতিনিধি প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নামে পুজোর অর্ঘ্য আহুতি হয়।


কার্তিক অমাবস্যায় দেবী শক্তির আরাধনা। এদিনের কালীপুজো দীপান্বিতা কালীপুজো নামেও পরিচিত। আলোর উৎসবে মাতোয়ারা গোটা বাংলা। দক্ষিণেশ্বর, তারাপীঠ, লেক কালীবাড়ি-সহ বিভিন্ন কালীতীর্থে চলছে কালীপুজো। নিষ্ঠাভরে পুজোপাঠ চলছে মন্দিরে মন্দিরে। করোনাকালে কোভিড বিধি মেনেই হচ্ছে পুজো। কালীপুজোয় কুমারী পুজো হয় তারাপীঠে। এদিকে, প্রদীপের আলোয় সাজানো হয়েছে কামাখ্যা মন্দির চত্বর। 


আরও পড়ুন: Kali puja 2021: কালীপুজোয় লক্ষ্মীর আরাধনা, স্বপ্নাদেশে দেবী সিদ্ধেশ্বরীকে প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র


আরও পড়ুন: Kali Puja 2021: প্রায় শতাধিক কালী পুজোয় মেতে ওঠে বীরভূমের 'মেলা তলা' জাজিগ্রাম