মুম্বই: সদ্য শেষ হয়েছে টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এর চলতি সিজন। দর্শকের বিপুল পরিমাণ ভালোবাসায় 'বিগ বস সিজন ১৫' (Bigg Boss 15) জিতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তেজস্বী প্রকাশ। দ্বিতীয় হয়েছেন প্রতীক সেহজপাল (Pratik Sehajpal)। তেজস্বী প্রকাশ রিয়েলিটি শো জিতলেও, একটা বড় সংখ্যক দর্শকের মন জিতে নিয়েছেন প্রতীক। শো শেষ হওয়ার পর বহু নেট নাগরিকদের দাবি, আসল বিজেতা প্রতীক সেহজপালই। তাঁর সমর্থনে মুখ খুলেছেন অনেক তারকাও। কিন্তু আসল ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে। আর সেই অনুযায়ী 'বিগ বস ১৫'র বিজয়ী তেজস্বী প্রকাশ। প্রতীক সেহজপাল হয়তো জিততে পারেননি। কিন্তু বলিউড সুপারস্টার সলমন খানের (Salman Khan) কাছ থেকে তিনি পেলেন বিশেষ একটি উপহার। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভাইজানের সঙ্গে ছবি দিয়ে সেই উপহারের কথাও জানিয়েছেন তিনি।

Continues below advertisement

নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বলিউড অভিনেতা এবং 'বিগ বস'-এর সঞ্চালক সলমন খানের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন প্রতীক সেহজপাল। ছবিতে তাঁকে একটি সাদা রঙের টি শার্ট পরে দেখা যাচ্ছে। অন্যদিকে ভাইজানকে দেখা যাচ্ছে কালো পোশাকে। প্রতীক সেহজপালের পরনে থাকা এই সাদা টি শার্টটিই তাঁকে উপহার দিয়েছেন ভাইজান। ছবি শেয়ার করে প্রতীক লেখেন, 'ভাই, তোমার অনেক অনেক ভালোবাসা, সমর্থন আর এই টি শার্টটার জন্য অনেক ধন্যবাদ। আশা করি তুমি আমাকে নিয়ে গর্ব করো।' 'বিগ বস ১৫'-র রানার্সের এই ছবি দেখে আপ্লুত নেট দুনিয়া।

Continues below advertisement

আরও পড়ুন - Hrithik Roshan: কে এই সাবা আজাদ? কেন দেখা করতে গিয়েছিলেন হৃত্বিক?

প্রসঙ্গত, সোমবার সকাল থেকে ট্যুইটারে ট্রেন্ড করতে শুরু করে প্রতীক সেহজপালের নাম । তাঁর সমর্থনে প্রায় ৪০ হাজার ট্যুইট দেখতে পাওয়া যায়। একাধিক ট্যুইট ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় তাঁদের ক্ষোভ উগড়ে দেন তেজস্বীর বিজয়ী হওয়ার বিরুদ্ধে। একজন লেখেন, 'যবে থেকে বি বি (Bigg Boss) দেখছি তবে থেকে এই প্রথমবার হল যে বিজয়ীর জন্য কেউ উচ্ছ্বাস প্রকাশ করল না।' অনেকেই দুষছেন 'কালার্স টিভি' চ্যানেলকে। তাঁদের মতে চ্যানেল থেকেই বেছে নেওয়া হয়েছে তেজস্বীকে বিজয়ী হিসেবে। অপর একজন লিখেছেন, 'আমি এরপর আর বিগ বস দেখব না। আসল বিজয়ী প্রতীক সেহজপাল।' প্রতীকের পক্ষে মুখ খুলেছেন অভিনেত্রী দেবলীনা, গৌহর খান। পাশে দাঁড়িয়েছেন অর্জুন বিজলানি।