মুম্বই: বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের (Hrithik Roshan) সঙ্গে তাঁর প্রাক্তন স্ত্রী সুজান খানের বিবাহবিচ্ছেদ হয়েছে ২০১৪ সালে। বিবাহবিচ্ছেদ হলেও দুজনের মধ্যে বন্ধুত্ব এখনও খুব ভালো। পরিবারের কোনও উৎসব হোক কিংবা সন্তানদের সঙ্গে বেড়াতে যাওয়া। বিবাহিত জীবনে ইতি টানলেও বন্ধু হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করে চলেছেন তাঁরা। বলিউড তারকার প্রাক্তন স্ত্রী সুজানের অন্য সম্পর্কের কথা নেট দুনিয়ায় মাঝে মধ্যেই প্রকাশ পাওয়া গেলেও হৃত্বিকের ব্যক্তিগত জীবন একেবারেই গোপনে। কিন্তু সাম্প্রতিককালে ভাইরাল হওয়া কিছু ছবি জল্পনা বাড়াচ্ছে 'কোই মিল গয়া' অভিনেতার নতুন সম্পর্কের।
কয়েকদিন আগেই নেট দুনিয়ায় হৃত্বিক রোশনের বেশ কিছু ছবি ভাইরাল হয়। অভিনেতার সঙ্গে দেখা যায় এক মহিলাকে। মুম্বইয়ের এক রেস্তোরাঁ থেকে বেরতে দেখা যায় তাঁদের। ওই মহিলার হাত ধরে ছিলেন হৃত্বিক। আর তাতেই গুঞ্জন আরও জোরাল হয়েছে। নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে, সুজানের সঙ্গে বিচ্ছেদের পর কি তাহলে এবার প্রেমে পড়লেন বলিউড হার্টথ্রব? ওই মহিলার মুখ মাস্কে ঢাকা থাকার কারণে তাঁর পরিচয় সেই সময়ে স্পষ্ট করে জানা যাচ্ছিল না। পরে জানা যায়, ওই তিনি আদতে অভিনেত্রী সাবা আজাদ। অভিনেত্রীর সঙ্গে হৃত্বিক রোশনের ছবি প্রকাশ্যে আসতেই তাঁদের ডেটিংয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে, এবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন অভিনেতার ঘনিষ্ঠ এক বন্ধু।
আরও পড়ুন - Bigg Boss 15 Winner: চিনে নিন 'বিগ বস ১৫'-র বিজয়ী তেজস্বী প্রকাশকে
হৃত্বিক রোশনের ঘনিষ্ঠমহল থেকে সাংবাদমাধ্যমের কাছে জানানো হয়েছে যে, এক কমন বন্ধুর মাধ্যমে সাবা আজাদের সঙ্গে পরিচয় হয় অভিনেতার। প্রথমবার দেখা হওয়ার পর থেকেই একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সাবা এবং হৃত্বিক। সম্প্রতি তাঁরা ডিনারে যান একসঙ্গে। ডিনার সারার পর তাঁরা কাজ নিয়ে আলোচনা করছিলেন।
২০০৮ সালে 'দিন কবাড্ডি' ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় সাবা আজাদের। ২০১১তে অভিনেতা সাকিব সালিমের বিপরীতে 'মুঝসে ফ্রেন্ডশিপ করোগে' ছবি দিয়ে প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয় করেন। এছাড়াও ওটিটিতে কাজ করেছেন তিনি। সাবা আজাদকে খুব শীঘ্রই দেখা যাবে 'রকেট বয়'তে।
অন্যদিকে, হৃত্বিক রোশনের হাতে রয়েছে একাধিক ছবি। কিছুদিন আগেই জন্মদিন উপলক্ষে তাঁর আগামী ছবি 'বিক্রম বেদা'র ফার্স্ট লুক প্রকাশ্যে আসে। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে সেফ আলি খানকেও। এছাড়াও 'ফাইটার' ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।