মুম্বই: সানি লিওনে থেকে শেহনাজ গিল। কিংবা তেজস্বী প্রকাশ। সেলিব্রিটি রিয়েলিটি শো 'বিগ বস'-এর ঘর থেকে ছবি কিংবা ধারাবাহিকের নায়িকাদের বারংবার বেছে নিয়েছেন নির্মাতা একতা কপূর। 'বিগ বস'-এর (Bigg Boss) ঘর থেকে অভিনেত্রী নির্বাচন করে কেউ তাঁর ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। তো কেউ সরাসরি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। এবারও তেমনই হল। একতা কপূর (Ekta Kapoor) তাঁর আগামী ছবি 'লভ সেক্স অউর ধোকা ২'-এর (Love Sex Aur Dhokha 2) জন্য নায়িকা বাছলেন সেই 'বিগ বস'-এর ঘর থেকেই।


'লভ সেক্স অউর ধোকা ২' ছবির নায়িকা নির্বাচিত হলেন কে?


সম্প্রতি যে প্রোমো নেট দুনিয়ায় প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ (Bigg Boss) এসেছেন একতা কপূর এবং দিবাকর বন্দ্যোপাধ্যায় (Dibakar Banerjee)। তাঁরা জানালেন যে, তাঁরা সেখানে তাঁদের ছবি 'লভ সেক্স অউর ধোকা ২'-এর জন্য অভিনেত্রী বাছতে এসেছেন। এবার একে একে 'বিগ বস ১৬'-র প্রতিযোগীদের অডিশন নিতে থাকেন তিনি। আর সেই অডিশনে জ্যাকপটটা জিতলেন নিমরিত কৌর আলুওয়ালিয়া। সমস্ত প্রতিযোগীদের মধ্যে একতা কপূর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের সবথেকে পছন্দ হয় নিমরিতের পারফরম্যান্স। সরাসরি তাঁকে তাঁরা 'লভ সেক্স অউর ধোকা ২' ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন।


প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'লভ সেক্স অউর ধোকা'। ছবিটি লিখেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং কানু বহেল। তিনটি এলাদা অথচ একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা গল্প নিয়ে তৈরি হয় ছবিটি। সঙ্গে থাকে অনার কিলিংয়ের মতো বিষয়ও। একটি এমএমএস স্ক্যান্ডাল এবং স্টিং অপারেশন ছিল সেই গল্পতে। দর্শকদের কাছে জনপ্রিয় হয় ছবিটি। এবারও তেমনই টানটান উত্তেজনা ভরা গল্প নিয়ে আসছে সিক্যুয়েল 'লভ সেক্স অউর ধোকা ২'। ছবিতে দেখা যাবে নিমরিত কৌর আলুওয়ালিয়াকে (Nimrit Kaur Ahluwalia)। যিনি এর আগে ধারাবাহিক 'ছোটি সর্দারনি'তে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন।


আরও পড়ুন - Kartik Aaryan: ১০ দিনে কত টাকা পারিশ্রমিক নেন কার্তিক? জানালেন নিজেই


অন্যদিকে, এই প্রথমবার নয়। এর আগে বেশ কিছু সময় 'বিগ বস'-এর ঘর থেকে ছবি কিংবা ধারাবাহিকের মুখ হিসেবে অভিনেত্রী বেছেছেন একতা কপূর। গত বছর 'বিগ বস' জয়ী হন তেজস্বী প্রকাশ। আর তাঁকে তিনি সুযোগ দেন 'নাগিন ৬'-এর মুখ্য চরিত্রে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন তেজস্বী।