Besharam Rang: যদি ছ'য়ের দশকে 'বেশরম রং' মুক্তি পেত, তাহলে গানটি কেমন হত? রইল ভিডিও

Viral Video: সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে, যদি ছ'য়ের দশকে মুক্তি পেত 'বেশরম রং' গানটি, তাহলে সেটি কেমন হত। 

Continues below advertisement

মুম্বই: গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের এই ছবিকে ঘিরে দর্শকদের উত্তেজনা ছড়িয়েছিল আগে থেকেই। ছবি মুক্তির আগেই ছবির গান 'বেশরম রং'কে ঘিরে কম বিতর্ক দেখা দেয়নি। গানের দৃশ্য এবং দীপিকা পাড়ুকোনের পোশাককে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়ে যায়। বিতর্কের মাঝেই বিশ্বজুড়ে ব্যাপক মাত্রায় জনপ্রিয়তা পায় এই গান। 'বেশরম রং' (Besharam Rang) গানে সুর দিয়েছেন বিশাল- শেখর। গায়িকা শিল্পা রাওয়ের কন্ঠে মাতোয়ারা গোটা দুনিয়া। শুধু ইউটিউবেই এই গানের ভিউ ১৯৪ মিলিয়ন ছাড়িয়েছে। সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে, যদি ছ'য়ের দশকে মুক্তি পেত 'বেশরম রং' গানটি, তাহলে সেটি কেমন হত। 

Continues below advertisement

অন্য ভার্সনে 'বেশরম রং'-

নেট দুনিয়ায় 'পাঠান' ছবির 'বেশরম রং' গানের বেশ কয়েকটি ভার্সন রয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে সেগুলি ভাইরালও হয়। তবে, এবার এক সুরকার তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'বেশরম রং' গানের অন্য একটি ভার্সন পোস্ট করেছেন। মজার ছলে তৈরি করা এই ভিডিওতে বলা হচ্ছে, যদি ছ'য়ের দশকে মুক্তি পেত 'বেশরম রং', তাহলে এমন তৈরি হত গানটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে শাম্মি কপূরকে। কোনও একটি গানের দৃশ্যে দেখা যাচ্ছে অভিনেতাকে। আর ধীর গতির ও স্যাড ভার্সনে ব্যাকগ্রাউন্ডে চলছে 'বেশরম রং' গানটি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করে মার্জনাও চেয়ে নিয়েছেন ওই সুরকার।

আরও পড়ুন - Selfiee: অক্ষয়-নোরার নাচে পারদ চড়ল নেট দুনিয়ায়

প্রসঙ্গত, সম্প্রতি ট্রেড অ্যানালিস্টরা 'পাঠান' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। ভারতে এই ছবি ব্যবসা করে ফেলেছে ৪৪৮.২৫ কোটি টাকার। ফলে বোঝাই যাচ্ছে, দর্শকদের উত্তেজনা বক্স অফিসে কতটা প্রভাব ফেলেছে।

[tw]

[/tw] 

Continues below advertisement
Sponsored Links by Taboola