নয়াদিল্লি: ১৭তম সিজনের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে জনপ্রিয় 'বিগ বস' অনুষ্ঠান (Bigg Boss 17)। টপ ৬ প্রতিযোগীর মধ্যে থেকে 'মিড উইক এভিকশন' হয়ে বাদ পড়েছেন ভিকি জৈন (Vicky Jain)। এই খবরে অত্যন্ত চমকপ্রদ এই অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের কাছে। ভিকিরে অনুষ্ঠানের 'মাস্টারমাইন্ড' বলা হত। সকলে ধরেই নিয়েছিলেন তিনি শেষ ৫ প্রতিযোগীদের মধ্যে থাকবেন। কিন্তু ফাইনাল পর্বের ঠিক এক সপ্তাহ আগে বাদ পড়লেন তিনি। 


'বিগ বস' থেকে বাদ পড়লেন ভিকি জৈন


এই অনুষ্ঠানে ভিকির সফর চড়াই উতরাইয়ে ভরা ছিল। একদিকে সমস্ত গেমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য তাঁর যেমন প্রশংসা করা হত, তেমনই অন্যদিকে তাঁর স্ত্রী অঙ্কিতা লোখাণ্ডের প্রতি বিরূপ ব্যবহারের জন্য সমালোচিতও হতে হয়েছে তাঁকে। বাকি সকল প্রতিযোগীই যেমন বিনোদন দুনিয়া বা সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও না কোনওভাবে জড়িত, ভিকি জৈনের তেমন কোনও সংযোগ নেই। তবে, সূত্রের খবর, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বড় অঙ্কের পারিশ্রমিক চেয়েছেন তিনি। 


ভিকি জৈন নিজেই এই অনুষ্ঠানে স্বীকার করেছিলেন যে তিনি চিরকালই খ্যাতির প্রতি আকর্ষণ বোধ করেন এবং তাঁরই জোরাজুরিতে নাকি এই 'বিতর্কিত' রিয়েলিটি শোয়ে অংশ নিতে রাজি হন অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে অনুষ্ঠানে তিনি স্ত্রীয়ের দেখভাল করার জন্য নয় নিজের গেম খেলে দর্শকের মন জয় করতে এসেছেন। যদিও, বলাই বাহুল্য 'বিগ বস ১৭' তিনি জিততে পারেননি কিন্তু যতদিন ছিলেন ততদিন সকলের নজর কেড়েছেন নিঃসন্দেহে।


এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর, এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে ৭১ হাজার টাকা করে পারিশ্রমিক দাবি করেন ভিকি। অনুষ্ঠান থেকে বাদ পড়া পর্যন্ত এই সিজনজুড়ে তিনি প্রায় ৭০ লক্ষ টাকা আয় করেছেন। কোনও তারকা না হয়ে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার না হয়ে, ইউটিউবার না হয়েও, এই পরিমাণ আয় নিঃসন্দেহে নজরকাড়া। 


আরও পড়ুন: 'Fighter' Review: ঋত্বিক-দীপিকার অনস্ক্রিন রসায়ন আকর্ষণীয়, 'ফাইটার' আবেগঘন ও মনোরঞ্জক


'বিগ বস ১৭'-এর গ্র্যান্ড ফিনালে (Bigg Boss 17 Grand Finale) অনুষ্ঠিত হবে ২৮ জানুয়ারি, ২০২৪। গুঞ্জন শোনা যাচ্ছে যে অরুণ মহাশেট্টি বা মান্নারা চোপড়া 'মানিব্যাগ' বেছে নেবে। এখনও পর্যন্ত সেরা ৩ প্রতিযোগী হচ্ছেন অঙ্কিতা লোখাণ্ডে, অভিষেক কুমার ও মুনাওয়ার ফারুকি। সমীক্ষা বলছে দর্শকের একটা বড় অংশ চাইছে মুনাওয়ার ফারুকিই জিতুক, তবে দর্শকদের চমকে দিতেই পারেন নির্মাতারা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।