মুম্বই: আফগানিস্তানের ক্রিকেটারের সঙ্গে বাগদান সারা হয়ে গিয়েছিল। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন 'বিগ বস' খ্যাত ছোটপর্দার অভিনেত্রী আরশি খান। পরিবারের তরফ থেকে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার ইঙ্গিতও দিলেন তিনি।


একটি সাক্ষাৎকারে আরশি জানিয়েছেন, আফগানিস্তানের এক ক্রিকেটারের সঙ্গে তাঁর বাগদান হয় হত অক্টোবরে। বাড়ির তরফ থেকেই এই সম্বন্ধ আনা হয়েছিল তাঁর জন্য। ক্রিকেটারের সঙ্গে বিবাহে রাজি হয়ে যান আরশি। কিন্তু আফগানিস্তানে তালিবানদের কবজা করার পর সেই সম্পর্ক ভাঙা হতে পারে বলে জানিয়েছেন আরশি। অভিনেত্রী আরও জানিয়েছেন, পাত্র তাঁর বাবার বন্ধুর ছেলে। জন্মসূত্রে আরশি আফগানি পাঠান। বাবার বন্ধুরর ছেলে হিসেবে ছোট থেকেই একে অপরকে চিনতেন ওই ক্রিকেটার ও আরশি। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাঁদের মধ্যে। তবে আরশির দৃঢ় ধারণা, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দেখে, কোনও ভারতীয় পাত্রের সঙ্গেই বিয়ে দিতে চাইবে আরশির পরিবার।


আরশি যোগ করেছেন, 'জন্মসূত্রে আফগানিস্তানের সঙ্গে তাঁর যোগসূত্র থাকলেও, নিজেকে একজন ভারতীয় নাগরিকই মনে করেন তিনি। তাঁর পরিবারের সবাই ভারতেই বসবাস করছেন। ইউসুফজাই পরিবারের সন্তান আরশি। কিন্তু তাঁর রুজিরুটি থেকে জীবনযাত্রা, সবটাই ভারতে।


বিগবস ১১-র প্রতিযোগী ছিলেন আরশি। এরপর তিনি বিগবস ১৪-তেও আসেন।


অন্যদিকে, আফগানিস্তান থেকে আজ দেশে ফিরলেন ১৪৬ জন ভারতীয়। এখনও আটকে রয়েছেন অনেকে। সোমবার কাতার এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার বিমানে দেশে ফেরেন ১৪৬ জন। কাতারের সহযোগিতায় কাবুল থেকে তাঁদের প্রথমে দোহায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ফেরানো হয় ভারতে। এদের মধ্যে রয়েছেন কাবুলের মার্কিন দূতাবাসের দুই কর্মী।

রবিবারই  ৮৭ জন ভারতীয় প্রথমে কাবুল থেকে তাজিকিস্তান হয়ে দেশে ফেরেন। বিমানে তাঁদের মুখে শোনা যায়, ভারত মাতা কি জয় ধ্বনি। একই বিমানে দিল্লি পৌঁছন নেপালের দুই নাগরিকও। রবিবারই বিদেশপন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে জানান, "আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে! AI 1956 বিমানে ৮৭ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে। এর মধ্যে ২ জন নেপালি নাগরিকেও সেখান থেকে সরিয়ে নিয়ে আসা গিয়েছে। "