মুম্বই: অপেক্ষার অবসান। আপনাদের রোজের একঘেয়ে জীবনে মশলা যোগ করতে হাজির হচ্ছে 'বিগ বস ওটিটি' (Bigg Boss OTT)। কবে থেকে কোথায় দেখা যাবে? সঞ্চালনায় (Show Host) কে? প্রতিযোগী (Participants) কারা? রইল সব তথ্য।
আসছে 'বিগ বস ওটিটি'
মহাতারকা সলমন খান তৈরি 'বিগ বস ওটিটি'র সঞ্চালনার দায়িত্ব সামলাতে। এবারে 'বিগ বস ওটিটি' দেখা যাবে জিও সিনেমায়, এই শনিবার রাত থেকে। টিভিতে যে 'বিগ বস' দেখা যায় তাঁর সংক্ষিপ্ত সংস্করণ এই অনুষ্ঠান যা কোনও স্যাটেলাইট চ্যানেলের বদলে ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হয়।
১৭ জুন, অর্থাৎ আজ, 'বিগ বস ওটিটি'র গ্র্যান্ড লঞ্চ হতে চলেছে। রাত ৯টায় জিও সিনেমা অ্যাপে (Jio Cinema App) এর স্ট্রিমিং শুরু হবে। অনলাইনে বিনামূল্যে এটি দেখা যাবে।
এবারের 'বিগ বস ওটিটি'তে অংশ নিতে পারেন ফলক নাজ, আকাঙ্খা পুরী, অঞ্জলি অরোরা, অবিনাশ সচদেব, পলক পুরসবাণী, জিয়া শঙ্কর, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী আলিয়া সিদ্দিকি।
শোনা যাচ্ছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রবেশ করবেন সানি লিওনি (Sunny Leone)। তিনি বলেন, ''বিগ বস ওটিটি'তে আসা আমার জন্য ঘরে ফেরার সমান। এত স্মৃতি একসঙ্গে ভিড় করে আসে মনে কারণ এটা আমার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি এই অনুষ্ঠান খুব মন দিয়ে ফলো করি এবং এটাকে পরের পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত। তাই শুধু দেখতে থাকুন।'
এর আগে শোনা যায় 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখতে পাওয়া যাবে রণবীর সিংহকে। প্রথম সিজনের মতোই 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনও টিভির থেকে দৈর্ঘ্যে ছোট হবে। অনুষ্ঠানটি চলবে এবং বিখ্যাত দশজন ব্যক্তিত্বকে বন্দি হতে হবে বিগ বসের বাড়িতে।
আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস
'বিগ বস ওটিটি'র প্রথম সিজন (First Season) জেতেন দিব্যা আগরওয়াল (Divya Agarwal)। ২০২১ সালে শুরু হওয়া এই সিজনের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর (Karan Johar)। আপাতত প্রযোজকেরা ব্যস্ত এই অনুষ্ঠানের দ্বিতীয় সিজন লঞ্চ করতে।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial