নয়াদিল্লি: ৩০ জুলাই, ২০২৩, ৪৪তম দিনে পড়ে 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। আর এদিনই সঞ্চালক সলমন খান (Salman Khan) অনুষ্ঠানে আমন্ত্রণ জানালেন দর্শকদের। অনুষ্ঠান শেষ হতে মাত্র ২ সপ্তাহ বাকি, সেই কারণে প্রতিযোগীদের আমোদের রাস্তা করে দেন অভিনেতা। দর্শকের সঙ্গে প্রতিযোগীদের আনন্দ, নাচ করার অনুমতি দেন সঞ্চালক। আনন্দের মাধ্যমেই শুরু হয় 'উইকেন্ড কা ওয়ার'। এদিনই হাজির হন একাধিক সেলিব্রিটিও (celebrities)। 


'উইকেন্ড কা ওয়ার'-এ হাজির তারকারা


এদিনের অনুষ্ঠানে সঞ্চালক সলমন খান উষ্ণ অভ্যর্থনা জানান জনপ্রিয় র‍্যাপার এমিওয়ে বান্টাইকে। মঞ্চে উঠে দর্শকদের মনোরঞ্জনের ভার নেন তিনি। 'বিগ বস'-এর বাড়ির সকল সদস্যও মাতেন তাঁর গানে। তিনি মুম্বইয়ের কিছু স্থানীয় ভাষার সঙ্গে পরিচয় করান মণিষাকে। অন্যদিকে অভিষেকের র‍্যাপিং স্কিলের জন্য তাঁর প্রশংসা করেন। এরপর শুরু হয় 'সং ডেডিকেশন টাস্ক'। এক এক প্রতিযোগী একে অপরকে বিভিন্ন গান ডেডিকেট করেন। 


এদিনের পর্বে হাজির হয়েছিলেন অভিনেতা বিজয় ভার্মা (Vijay Verma) ও অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী (Shweta Tripathi)। সলমন খান মঞ্চে আমন্ত্রণ জানান 'কালকুট' অভিনেতা ও অভিনেত্রীকে। তাঁরা অনুষ্ঠানে এসে নিজেদের নতুন কাজের প্রচার সারেন। দর্শকদের সঙ্গে নিয়ে ছবির প্লট নিয়ে আলোচনা করেন তাঁরা। 


'উইকেন্ড কা ওয়ার' পর্বে হাজির হয়েছিলেন 'লাফটার ক্যুইন' ভারতী সিংহ। তাঁর মজার অ্যাক্টের মাধ্যমে হাজির আমেজ তৈরি করেন তিনি। এরপর 'বিগ বস'-এর বাড়ির সদস্যদের মধ্যে দেখা যায় 'ক্রিমিন্যাল টাস্ক'। এলিমিনেশনও হয়। পর্বের শেষে মণীষাকে দেওয়া হয় জেলের সাজা। 


আরও পড়ুন: 'Rocky Aur Rani Kii Prem Kahaani' BO Collection: প্রথম সপ্তাহান্তে প্রায় ৫০ কোটি ছুঁল রকি ও রানির প্রেম কাহিনি, কবে কত আয়?


দিন কয়েক আগে র‍্যাশন টাস্কের জন্য অডিশনের আয়োজন করেন পূজা ভট্ট। তাঁর প্রশ্নে জর্জরিত হন প্রতিযোগীরা। একাধিক প্রতিযোগীকে তিনি জিজ্ঞেস করেন তাঁদের আসল উদ্দেশ্য কী? একদিকে যেমন মণীশ ও আশিকা বেশ স্ট্যান্ডার্ড উত্তর দেন, সেখানে তেমনই কান্নায় ভেঙে পড়েন জাদ হাদিদ (Jad Hadid)। আবেগঘন হয়েই তিনি বলেন 'বিগ বস'-এ তিনি এসেছেন নিজেকে প্রমাণ করতে ও মানুষের মন জয় করতে। গোটা ঘটনার সূত্রপাত হয় পূজা ভট্টের প্রশ্নোত্তর পর্বের সঙ্গে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial