নয়াদিল্লি: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো 'বিগ বস' (Famous Television Show Bigg Boss)। কিন্তু বছর খানের আগে শুরু হওয়া এই অনুষ্ঠানের ওটিটি (Bigg Boss OTT) সংস্করণ আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে। 'বিগ বস ওটিটি'র প্রথম সিজন (First Season) জেতে দিব্যা আগরওয়াল (Divya Agarwal)। ২০২১ সালে শুরু হওয়া এই সিজনের সঞ্চালক ছিলেন কর্ণ জোহর (Karan Johar)। আপাতত প্রযোজকেরা ব্যস্ত এই অনুষ্ঠানের দ্বিতীয় সিজন লঞ্চ করতে। বেশ কয়েক সপ্তাহ ধরে জল্পনা চলছিল, 'বিগ বস ওটিটি'র সিজন ২-এ দেখা যাবে সলমন খানকে (Salman Khan), এবার সেই খবরে পড়ল সিলমোহর। অনুষ্ঠানের দ্বিতীয় সিজনে কর্ণ জোহরের বদলে সঞ্চালক হিসেবে দেখা যাবে সলমন খানকে।
'বিগ বস ওটিটি'র সঞ্চালনায় সলমন খান, কাদের পাওয়া যাবে প্রতিযোগী হিসেবে?
সোমবার ইনস্টাগ্রামে এক নেটিজেন পোস্ট করেন 'বিগ বস ওটিটি'র নতুন সিজনের প্রোমো। সেখানে সলমন খানকে বলতে শোনা যায়, 'আমি নিয়ে আসছি 'বিগ বস ওটিটি', তো ভারত দেখতে থাকো।' ঝলমলে রূপালি জ্যাকেট পরে দেখা যায় সলমনকে, সঙ্গে সাধারণ সাদা একটা টি-শার্ট। অবশ্যই এই লুকেও নজর কাড়ছিলেন তিনি।
এর আগে শোনা যায় 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনে সঞ্চালক হিসেবে দেখতে পাওয়া যাবে রণবীর সিংহকে। প্রথম সিজনের মতোই 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজনও টিভির থেকে দৈর্ঘ্যে ছোট হবে। অনুষ্ঠানটি চলবে এবং বিখ্যাত দশজন ব্যক্তিত্বকে বন্দি হতে হবে বিগ বসের বাড়িতে। শোনা যাচ্ছে, জিয়া শঙ্কর, রাজীব সেন, মুনাওয়ার ফারুকি, শিবম শর্মা, উমর রিয়াজ, আওয়েজ দরবারের মতো ব্যক্তিত্বরা প্রতিযোগিতায় নাম লেখাবেন। অনুষ্ঠানটি দেখা যাবে জিও সিনেমাস ও ভুট সিলেক্টে।
অন্যদিকে, এও শোনা যাচ্ছে 'বিগ বস ওটিটি'র দ্বিতীয় সিজন প্রিমিয়ার শুরু হবে জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে এবং জুলাইয়ের শেষ পর্যন্ত চলবে।
প্রসঙ্গত, আজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সলমন খান ও ভিকি কৌশলের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে আইফায় পৌঁছে সলমনকে দেখে তাঁর সঙ্গে কথা বলতে যান ভিকি কৌশল। কিন্তু সেই সময় ভাইজানের নিরাপত্তারক্ষীরা একপ্রকার ভিকিকে ঠেলেই সরিয়ে দেন এবং এগিয়ে যান সলমনকে নিয়ে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।