রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: জঙ্গিপুরে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। আহিরণ এলাকায় বিজেপি প্রার্থী সুজিত দাস ও কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, মিছিলে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্যের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন তাঁরা। বিজেপির পাল্টা দাবি, তারা কোনও বিধি ভাঙেনি।


প্রচারে নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ।  কাঠগড়ায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিযোগে সরব তৃণমূল। অভিযোগ অস্বীকার বিজেপির। বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের এই প্রচার মিছিল ঘিরেই বিধি ভাঙার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। শনিবার মুর্শিদাবাদের জঙ্গিপুরের আহিরণ এলাকায় বিজেপি প্রার্থী সুজিত দাসকে নিয়ে হেঁটে প্রচার করেন তিনি।  


তাঁর এই প্রচার নিয়েই শুরু হয়েছে বিতর্ক। নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ।  রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়। এ প্রসঙে নিশীথ প্রামাণিক জানিয়েছেন, আমি গতকাল দলের কর্মিসভায় এসেছি।  আজ সকালে প্রচার করেছি।  সকালে চায়ে পে চর্চা করেছি।  পথ চলতি মানুষের সহ্গে ভাব বিনিময় করেছি।  ৫০০ বা দুহাজার মানুষ নিয়ে প্রচার করিনি।


করোনা পরিস্থিতিতে নির্বাচনী প্রচার নিয়ে নির্দিষ্ট বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। 
সেই বিধি অনুযায়ী, রোড শো, মিছিল করা না। ৫ জনের বেশি কর্মী-সমর্থক নিয়ে ভোটারদের দরজায় দরজায় প্রচারও নিষেধ। এই বিধি ভাঙার অভিযোগেই কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ মুর্শিদাবাদে প্রচারে এসে বিতর্কে জড়িয়েছেন।  জেলার দুই কেন্দ্র, জঙ্গিপুর ও সামসেরগঞ্জে বিজেপির ভোট পরিচালনার দায়িত্ব তাঁকেই দিয়েছে দল। 


আগামী ৩০ সেপ্টেম্বর জঙ্গিপুর ও সামশেরগঞ্জে ভোট। ওইদিনই ভবানীপুর কেন্দ্র উপনির্বাচন।  এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুজিত দাস, তৃণমূলের হয়ে লড়ছেন প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেন ও আরএসপি-র প্রার্থী জানে আলম মিয়া। 


আরও পড়ুন: Hooghly: কমেছে জোগান, করোনাকালে ধাক্কা উপার্জনেও, কষ্টে দিন কাটাচ্ছেন সিঙ্গুরের শোলা শিল্পীরা


আরও পড়ুন: Howrah: যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য সাঁকরাইলে, খালের ধার থেকে উদ্ধার কর্দমাক্ত দেহ