চেন্নাই: বিগ বস তামিলে হইহই কাণ্ড। দুই প্রতিযোগীর মধ্যে প্রেমের সম্পর্ক ঘিরে টানাপোড়েনের জেরে তাঁদের মধ্যে একজন সুইমিং পুলে লাফিয়ে পড়লেন। তবে বিপদ কিছু হয়নি, তখনই তাঁকে টেনে তোলা হয়েছে।

ওই প্রতিযোগীর নাম ওভিয়া। বিগ বস তামিলের তিনিই স্টার অ্যাট্রাকশন। প্রতিযোগিতা চলাকালীনই তাঁর সঙ্গে প্রেম হয়ে যায় আরভ নামে আর এক প্রতিযোগীর। কিন্তু কিছুদিন পর আরভ আর তাঁর প্রতি আগ্রহ দেখাচ্ছিলেন না। এরপরই ওভিয়া বিগ বসের বাড়ি থেকে বার হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন।

শেষমেষ সুইমিং পুলে ঝাঁপ দেন তিনি। আরভই রান্নাঘর থেকে তাঁকে দেখতে পান, তাঁর হইচইয়ে বাকিরা ছুটে এসে টেনে ডাঙায় তোলেন ওভিয়াকে।

পরিস্থিতি দেখে সব প্রতিযোগীই রীতিমত ঘাবড়ে যান। ওভিয়াকে বলা হয়, আর কিছুদিন বাকিদের সহ্য করতে, যতক্ষণ না তাঁর দাবিদাওয়া সংক্রান্ত কিছু ব্যবস্থা করা যায়।

শোনা যাচ্ছে, ওভিয়া নাকি বিগ বস ছেড়ে বেরিয়ে গিয়েছেন। যদিও এই দাবির সত্যতা সম্পর্কে জানা যায়নি।

ওভিয়া কিন্তু এই রিয়্যালিটি শোয়ের সবথেকে জনপ্রিয় প্রতিযোগী। তিনিই এই অনুষ্ঠানে টিআরপি এনে দিয়েছিলেন, ফ্যানের সংখ্যাও প্রচুর। তাঁর এক লাইনের মন্তব্য নিয়ে টিশার্টও বিকোয় নিয়মিত।