ওয়াশিংটন: লাতিন আমেরিকার চলচ্চিত্র জগত কাঁপাচ্ছেন এক ভারতীয়। এই অভিনেতার নাম প্রভাকর শরণ। পটনায় জন্মানো এই অভিনেতা এখনও পর্যন্ত একটিমাত্র স্প্যানিশ ছবিতে অভিনয় করেছেন। সেই ছবিটাই ২০১৭ সালে কোস্টারিকার অন্যতম জনপ্রিয় ছবি হয়েছে।
প্রভাকর-অভিনীত স্প্যানিশ ছবিটির নাম ‘এনরেদাদোস: লা কনিফিউশন’। এই প্রথম লাতিন আমেরিকার একটি ছবি তৈরি করা হয়েছে পুরোপুরি বলিউডি ধাঁচে। ছবিটিতে নাচ-গানের দৃশ্য আছে। কোস্টারিকা, মুম্বই ও পানামায় শ্যুটিং হয়। নায়ক প্রভাকরের বিপরীতে অভিনয় করেন কোস্টারিকার টেলিভিশন চ্যানেলের উপস্থাপক ন্যান্সি ডবলেস। প্রভাকরের পাশাপাশি ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেন প্রাক্তন কুস্তি বিশ্বচ্যাম্পিয়ন ও হলিউডের অভিনেতা স্কট স্টেইনার। গত বছরের ফেব্রুয়ারিতে কোস্টারিকা, পানামা, নিকারাগুয়া, হন্ডুরাস, গুয়াতেমালা ও স্যান সালভাদোরে ছবিটি মুক্তি পায়। সব দেশেই বক্স অফিসে সাফল্য পায় এই ছবি।
প্রভাকর এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এই ছবি ভারত ও লাতিন আমেরিকার মানুষকে একসূত্রে বেঁধেছে। এই ছবিটি লাতিন চলচ্চিত্র জগতে মাইলস্টোন হয়ে গিয়েছে। এই ছবির মাধ্যমেই লাতিন চলচ্চিত্রে বদল এসেছে।’ প্রভাকরের ইচ্ছা মার্চ-এপ্রিল নাগাদ ইংরাজি, হিন্দি ও ভোজপুরীতে ছবিটি মুক্তি পাক। প্রযোজক সংস্থা আবার লাতিন আমেরিকার এক ডজনেরও বেশি দেশে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তির ব্যবস্থা করতে চাইছে।
লাতিন আমেরিকার চলচ্চিত্র জগতে সাড়া ফেলে দিলেন পটনার অভিনেতা প্রভাকর শরণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Jan 2018 03:37 PM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -