কলকাতা: পরিচালক সৌভিক দে (Souvik Dey) নিয়ে আসছেন ক্রাইম থ্রিলার (Crime Thriller) ঘরানার ছবি 'বিজয়া দশমী' (Bijoya Dashami)। অভিনয়ে টলিউডের একঝাঁক চেনা মুখ। প্রকাশ্যে এল পোস্টার। কাদের দেখা যাবে অভিনয়ে? ছবির গল্পই বা ঠিক কীরকম? রইল সমস্ত খুঁটিনাটি।


'বিজয়া দশমী' ছবির পোস্টার প্রকাশ্যে


একই ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে রজতাভ দত্ত, আরিয়ান ভৌমিক, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ও গুলশনারা খাতুন (Rajatav Dutta , Aryann , Anindya Banerjee, Gulsanara)। দৃষ্টি এন্টারটেনমেন্ট প্রযোজিত 'বিজয়া দশমী' ছবিটি মূলত ক্রাইম থ্রিলার ঘরানার। 


ছবির গল্প শুরু হয় খুনকে কেন্দ্র করে। শহরে একের পর এক মহিলারা খুন হতে শুরু করেব হঠাৎই। এরই মধ্যে এক ছেলে তাঁর মাকে নিয়ে কাকিমার বাড়ি ছাড়তে যায়। মহালয়ার দিন। কিন্তু সেখানে মাকে হারিয়ে ফেলে সে। নিজের মাকে খুঁজতে শুরু করে সে। হন্তদন্ত হয়ে পুলিশ স্টেশনে পৌঁছয় সে। সেখানে তার দেখা হয় বর্মন নামে একজন পুলিশ অফিসারের সঙ্গে। তার হাতেই রয়েছে শহরের খুনের কেসগুলি। এরপর গল্প এগোতে থাকে।


মহালয়া দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। কিন্তু এক্ষেত্রে সেই শুভ দিনই কি বয়ে আনবে অশুভ বার্তা? সেই প্রশ্নের উত্তর মিলবে পুজোর সময়েই।


আরও পড়ুন: Independence Day: স্বাধীনতা দিবসে অনুরাগীদের জন্য সারপ্রাইজ! নিজের কণ্ঠে গান গেয়ে পোস্ট হৃত্বিক রোশনের


পরিচালক সৌভিক দে-র কথায়, 'এই ছবিতে একজন ইনোসেন্ট ছেলের প্রয়োজন ছিল যে দর্শকের মনে দাগ কাটতে পারবে। তাই আরিয়ানকে বেছে নেওয়া। অন্যদিকে রগচটা অথচ মজার এক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। তাঁর জীবনের একাকিত্বও ধরা পড়বে ছবিতে। তবে গুলশনারার চরিত্রটা সিনেমায় দেখতে হবে। ওই চরিত্রের ব্যাপারে আমি কিছু বলব না এখনই।'


 



এছাড়া ছবিতে একাধিক নতুন অভিনেতাদের দেখা যাবে। পরিচালকের কথায়, 'তাঁরা প্রত্যেকেই খুব ট্যালেন্টেড। ওঁদের এক্সপ্লোর করা প্রয়োজন।'


ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন প্রতীক কুণ্ডু, পল্লবী চট্টোপাধ্যায়। কলকাতার বিভিন্ন অঞ্চলে হয়েছে ছবির শ্যুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। পুজোর সময়ে প্রেক্ষাগৃহে এই টানটান থ্রিলার উপভোগ করতে পারবেন দর্শক।


প্রসঙ্গত, পরিচালক সৌভিক দের এটি তৃতীয় ছবি। এর আগে তিনি '৬০ এর পরে' তৈরি করেছেন। এছাড়া একটি হিন্দি ছবি তৈরি করেছেন। তবে সেই ছবির নাম এখনই বলা যাবে না বলেও জানান তিনি।