মুম্বই: একাধিক সময়ে স্ক্রিন শেয়ার করেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'ব্যাং ব্যাং', ছবি হোক কিংবা 'চিকনি চামেলি' গান, পর্দায় যখনই একসঙ্গে এসেছেন হৃত্বিক - ক্যাটরিনা, অনুরাগীদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছেন। তবে, এবার হৃত্বিকের একটি জিনিস ভিকির (Vicky Kaushal) মধ্যে চাইলেন ক্যাটরিনা। আর তাতেই চোখ কপালে উঠছে অনুরাগীদের।
হৃত্বিকের কোন জিনিসে মুগ্ধ ক্যাটরিনা? কোন জিনিসই বা চাইলেন ভিকির মধ্যে?
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে হার্টথ্রব হৃত্বিক রোশনের বন্ধুত্বের কথা অজানা নয় কারও। বিভিন্ন সময়ে তাঁরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একে অপরের প্রশংসা করে থাকেন। আর এবার হৃত্বিকের দাড়ির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। আর হৃত্বিকের দাড়ির মতো দাড়ি নিজের স্বামী ভিকি কৌশলের মধ্যেও চাইলেন তিনি। সৌজন্য তাঁর সাম্প্রতিক পোস্ট। সম্প্রতি ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি হৃত্বিক রোশনের একটি ব্র্যান্ড এনডোর্সমেন্টের। 'ব্যাং ব্যাং' তারকার পোস্টটি ভিকি কৌশলকে ট্যাগ করে ক্যাটরিনা লিখেছেন, 'এমনই দাড়ি পছন্দ'। অভিনেত্রীর এই চাহিদার উত্তরও দিয়েছেন ভিকি কৌশল। পোস্টটি তিনি উক্ত ব্যান্ডকে ট্যাগ করে লিখেছেন, 'আমাদের কথা বলা দরকার'।
আরও পড়ুন - Mumbai Drugs Case: ফের আদালতের দ্বারস্থ শাহরুখ-পুত্র আরিয়ান, কেন?
প্রসঙ্গত, গত বছর ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন দুই তারকার বিয়েতে। ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে। 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'মেরি ক্রিসমাস' এবং আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যাবে। ভিকি কৌশলের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ।
অন্যদিকে, বিগ বাজেট ছবি নিয়ে আসছেন হৃত্বিক রোশন। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এছড়াও 'ফাইটার' ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।