মুম্বই: ১৯৬২-র ভারত-চিন যুদ্ধের শহিদ ভারতীয় সেনাবাহিনীর রাইফেলম্যান যশবন্ত সিংহ রাওয়াতের জীবন অবলম্বনে ছবি তৈরি করছেন বলিউডের পরিচালক সঞ্জয় খান্ডুরি। প্রযোজনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা।
মাত্র ২২ বছর বয়সেই দেশের হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেন যশবন্ত। তাঁর জীবন নিয়ে ছবির সঙ্গে আবেগ জড়িয়ে থাকবে। পরিচালক সে বিষয়ে সতর্ক। শহিদের মর্যাদা ক্ষু্ণ্ণ করতে চান না তিনি। তবে তাঁর মতে, এই ধরনের ছবি করা কঠিন হলেও, মানুষ এই ছবি দেখতে চাইবেন। ছবিটি যাতে উপভোগ্য হয় সেটা নিশ্চিত করতে হবে।
এই ছবিতে কারা অভিনয় করবেন সে বিষয়টি গোপন রাখছেন পরিচালক। প্রযোজনা সংস্থার সিইও রাজীব ট্যান্ডন জানিয়েছেন, তাঁরা শহিদ পরিবার এবং সেনাবাহিনীর অনুমতি নিয়েছেন।

কিছুদিনের মধ্যেই শ্যুটিং শুরু হবে। প্রাথমিকভাবে অরুণাচল প্রদেশে ছবির কাজ চলবে।