পাঁচবারের দাবা বিশ্বচ্যাম্পিয়ন সম্প্রতি পা রেখেছেন একান্নতে। কিছুদিন আগেই জন্মদিন উদযাপনের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই সামনে এল বায়োপিকের খবর। ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ যে খবর সামনে এনেছেন।
মহেন্দ্র সিংহ ধোনি, মহম্মদ আজহারউদ্দিন, মিলখা সিংহ, মেরি কমের মতো ক্রীড়াবিদদের নিয়ে এর আগে তৈরি হয়েছে বায়োপিক। কঠিন রাস্তা পেরিয়ে কীভাবে সাফল্যের রাস্তায় পৌঁছোছেন তারকারা, সেই খোঁজটাই ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা হয়েছে সেলুলয়েডে।
আপাতত ধনুশ, অক্ষয় কুমার, সারা আলি খানকে নিয়ে 'আতরাঙ্গি রে' ছবির শুটিংয়ে ব্যস্ত ‘জিরো’-র পরিচালক আনন্দ এল রাই। যার পরই আনন্দের বায়োপিক নিয়ে তিনি কাজ শুরু করবেন বলে খবর। তবে ভিশি-র চরিত্রে কোন অভিনেতা অভিনয় করবেন, তা এখনও প্রকাশ্যে আসেনি। যদিও সরকারিভাবে কোনও প্রোডাকশন হাউসের পক্ষে হয়নি বায়োপিক নিয়ে ঘোষণাও। তাই বায়োপিকের নাম কী হবে, এখনও সামনে আসেনি সেটাও।