কাশ্মীরের পুঞ্চে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ, খতম ২ জঙ্গি, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2020 07:41 AM (IST)
রাজ্য পুলিশ জানিয়েছে, জঙ্গিদের মধ্যে ২ জন পাকিস্তানি, ১ জন স্থানীয়।
NEXT
PREV
শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে খতম হয়ে গেল ২ পাকিস্তানি জঙ্গি। একজন গ্রেফতার হয়েছে। পুঞ্চের দুর্গান পোশানা এলাকায় হয়েছে এই সংঘর্ষ।
রাজ্য পুলিশ জানিয়েছে, জঙ্গিদের মধ্যে ২ জন পাকিস্তানি, ১ জন স্থানীয়। তাদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা গুলি চালাতে শুরু করে। জবাবি গুলিতে ২ জঙ্গি খতম হয়।
জানা যাচ্ছে, দিনতিনেক আগে নিয়ন্ত্রণরেখা টপকে কাশ্মীরে ঢুকেছিল জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় যাচ্ছিল তারা, তখন গতকাল বিকেলে বরফ ঢাকা চাট্টাপানি-দুগরান গ্রামে নিরাপত্তা বাহিনী তাদের খোঁজ পায়। রাজ্য পুলিশ ও সেনা এলাকা ঘিরে ফেলে, শুরু হয় তল্লাশি। সংঘর্ষে ২ জঙ্গি খতম হলেও ১ জনকে জ্যান্ত ধরেছেন জওয়ানরা। জানা গিয়েছে, খতম ২ জঙ্গির নাম সাজিদ ও বিলাল, তারা লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত ছিল। তাদের কাছ থেকে দুটি একে ৪৭ রাইফেল, একটি UBGL ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে।
শ্রীনগর: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে খতম হয়ে গেল ২ পাকিস্তানি জঙ্গি। একজন গ্রেফতার হয়েছে। পুঞ্চের দুর্গান পোশানা এলাকায় হয়েছে এই সংঘর্ষ।
রাজ্য পুলিশ জানিয়েছে, জঙ্গিদের মধ্যে ২ জন পাকিস্তানি, ১ জন স্থানীয়। তাদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তারা গুলি চালাতে শুরু করে। জবাবি গুলিতে ২ জঙ্গি খতম হয়।
জানা যাচ্ছে, দিনতিনেক আগে নিয়ন্ত্রণরেখা টপকে কাশ্মীরে ঢুকেছিল জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় যাচ্ছিল তারা, তখন গতকাল বিকেলে বরফ ঢাকা চাট্টাপানি-দুগরান গ্রামে নিরাপত্তা বাহিনী তাদের খোঁজ পায়। রাজ্য পুলিশ ও সেনা এলাকা ঘিরে ফেলে, শুরু হয় তল্লাশি। সংঘর্ষে ২ জঙ্গি খতম হলেও ১ জনকে জ্যান্ত ধরেছেন জওয়ানরা। জানা গিয়েছে, খতম ২ জঙ্গির নাম সাজিদ ও বিলাল, তারা লস্কর ই তৈবার সঙ্গে যুক্ত ছিল। তাদের কাছ থেকে দুটি একে ৪৭ রাইফেল, একটি UBGL ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -