মুম্বই: সন্তানের আগমনের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আগেই। এই প্রথম একরত্তি 'দেবী'-র ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন বিপাশা বসু (Bipasha Basu) ও কর্ণ সিং গ্রোভার (Karan Singh Grover)। সেইসঙ্গে শেয়ার করে নিলেন একটা মিষ্টি লেখা। ছবি শেয়ার করলেও ছোট্ট 'দেবী'-র মুখ হার্ট ইমোজি দিয়ে ঢেকে দিলেন তারকা দম্পতি।                                                                   


সোশ্যাল মিডিয়ায় আজ একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন বিপাশা। কোলে করে দম্পতি আঁকড়ে ধরে আছেন একরত্তি কন্যাকে। বিপাশা লিখছেন, 'মিষ্টি এন্জেলকে বানানোর জন্য আমাদের রেসিপি...এক চতুর্থাংশ কাপ আমি। এক চতুর্থাংশ কাপ তুমি। অর্ধেক কাপ মায়ের ভালবাসা ও আশীর্বাদ। ম্যাজিক আর অনবদ্য একটা টপিং। তিন ফোঁটা রামধনু, দেবদূতের গুঁড়ো, ইউনিকর্ণের ঝলমলে গুঁড়ো এবং স্বর্গের সব মিষ্টি জিনিস। মিষ্টত্ব স্বাদমতো।'                                                                                                                                   


আরও পড়ুন: Actor Joy Sengupta Exclusive: 'সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিভা না থাকলেও মানুষ নিজেকে বিক্রি করতে পারে'


বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার। দুজনে একসঙ্গে ছবিতেও অভিনয় করেছেন। কিছুদিন আগেই অভিনেত্রীর সাধের অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানেই একেবারে বাঙালি সাজে বাঙালি কায়দায় সাধভক্ষণ করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিলেন বাংলায়।