কলকাতা: গোয়ায় গিয়ে বাঙালি সাজে নজর কাড়ছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শেয়ার করে নিয়েছেন নিজের একগুচ্ছ শাড়ি সাজের ছবি। সম্প্রতি গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে গোয়ায় গিয়েছেন ঋতাভরী। আর সেখান থেকেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্ররঙা সাজে ছবি শেয়ার করেছেন তিনি।                                               


গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। বরুণ ধবন (Varun Dhawan), সারা আলি খান (Sara Ali Khan), কার্তিক আরিয়ান (Kartik Aryaan) ও অন্যান্য বলি তারকাদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সেই অনুষ্ঠানের ছবিও।                                                                               


আরও পড়ুন: Ratan Tata Biopic: এবার বড়পর্দায় রতন টাটার বায়োপিক? জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালকের কাঁধে দায়িত্ব?


আর আজ ইনস্টাগ্রামে ঋতাভরী গোয়ায় কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন। অনুরাগীরা তাঁর ছবির প্রশংসাও করেছেন। প্রাচ্য হোক বা পাশ্চাত্য, সব সাজেই নজরকাড়া ঋতাভরী। গোয়ার সমুদ্রতটে তাঁর ছকভাঙা শাড়ি-সাজ বেশ অবাক করেছে নেটিজেনদের। ছবির ক্যাপশানে ঋতাভরী লিখেছেন, 'সূর্য, সমুদ্র এবং আমি।'